হাওড়া জেলা হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে মমতা’র স্বপ্নের প্রকল্প ‘মা ক্যান্টিন’

- আপডেট : ২০ জানুয়ারী ২০২৩, শুক্রবার
- / 19
আইভি আদক, হাওড়া: হাওড়া জেলা হাসপাতালে খুব শীঘ্রই চালু হতে চলেছে মমতা’র স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন”। আজই হল প্রকল্পের কাজ পরিদর্শন। শুক্রবার দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শন করেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এই “মা ক্যান্টিনে”র উদ্বোধন হবে খুব শ্রীঘ্রই।
এতে হাসপাতালে আসা রোগীর আত্মীয় থেকে শুরু করে গরীব সাধারণ মানুষ মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবার খেতে পারবেন।
শুক্রবার ওই প্রকল্পের কাজ খতিয়ে দেখার পর হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী জানান, এদিন হাওড়া পুরনিগমের এনইউএলএম দপ্তরের আধিকারিকরা এবং হাওড়া পুরনিগমের সেক্রেটারি ও ইঞ্জিনিয়ার বিভাগের আধিকারিকরা ছিলেন এই পরিদর্শনে। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই মা ক্যান্টিনের উদ্বোধন হচ্ছে। হাওড়া জেলা হাসপাতালেও এই মা ক্যান্টিনের খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে।