১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদ এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ম্যানচেস্টার সিটির

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 17

পুবের কলম ওয়েবডেস্কঃ  চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটা মসৃণ করে রাখল পেপ গুয়ারদিওয়ালার ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই দুটো দলের খেলা ছিল দেখার মতো। শুধু আক্রমণে কিছুটা এগিয়ে ছিলো ম্যানসিটি। ম্যাচের ২ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডানদিক থেকে দুর্দান্ত বল পেয়েছিলেন রিয়াদ মাহরেজ। বেশ কয়েকটি ইনসাইড করে তিনি পৌঁছে যান রিয়ালের বক্সে। ডান দিক থেকে ক্রস তোলেন, দুর্দান্ত হেডে গোল করে গেলেন কেভিন ডি ব্রুইন। কিছুক্ষণের মধ্যেই বাম দিক থেকেই একটি ক্রসে গোল করে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসাস। যদিও বার্নাড সিলভা ছিলেন অফসাইডে। কিন্তু রেফারির চোখ এড়িয়ে গেল। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করল রিয়াল মাদ্রিদ। বেশ কিছু দুর্দান্ত আক্রমণ তুলে আনল ম্যানচেস্টার সিটির গোল বক্সে।

৩৩ মিনিটে বা দিক দিয়ে এগোলেন রড্রিগো। ডান দিকে পাস বাড়ালেন করিম বেঞ্জেমাকে লক্ষ্য করে। বেঞ্জেমা দারুন গোল করে ব্যবধান কমালেন। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি আরো আগ্রাসী ফুটবল শুরু করল। ৫৩ মিনিটে ডানদিক থেকে পাওয়া ক্রসে দুর্দান্ত গোল করে ফের ব্যবধান বাড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। ঠিক দুই মিনিট পরেই মাঝে মাঠের বা দিক থেকে একটি দুর্দান্ত সোলো রানে দেখার মত গোল করে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র। ৭৪ মিনিটে বার্নাড সিলভার গোলে ফের এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। আর ম্যাচে ফিরতে পারলো না রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমালেন করিম বেঞ্জেমা। ৪-৩ গোলে জিতে ম্যানসিটি নিজেদের ফাইনালের রাস্তা অনেকটা পরিষ্কার করে রাখল। রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ এখনও রয়েছে। তিনটি অ্যাওয়ে গোল থাকার সুবাদে ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই সেমিতে যেতে পারে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিয়াল মাদ্রিদ এর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ম্যানচেস্টার সিটির

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটা মসৃণ করে রাখল পেপ গুয়ারদিওয়ালার ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই দুটো দলের খেলা ছিল দেখার মতো। শুধু আক্রমণে কিছুটা এগিয়ে ছিলো ম্যানসিটি। ম্যাচের ২ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডানদিক থেকে দুর্দান্ত বল পেয়েছিলেন রিয়াদ মাহরেজ। বেশ কয়েকটি ইনসাইড করে তিনি পৌঁছে যান রিয়ালের বক্সে। ডান দিক থেকে ক্রস তোলেন, দুর্দান্ত হেডে গোল করে গেলেন কেভিন ডি ব্রুইন। কিছুক্ষণের মধ্যেই বাম দিক থেকেই একটি ক্রসে গোল করে গেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসাস। যদিও বার্নাড সিলভা ছিলেন অফসাইডে। কিন্তু রেফারির চোখ এড়িয়ে গেল। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করল রিয়াল মাদ্রিদ। বেশ কিছু দুর্দান্ত আক্রমণ তুলে আনল ম্যানচেস্টার সিটির গোল বক্সে।

৩৩ মিনিটে বা দিক দিয়ে এগোলেন রড্রিগো। ডান দিকে পাস বাড়ালেন করিম বেঞ্জেমাকে লক্ষ্য করে। বেঞ্জেমা দারুন গোল করে ব্যবধান কমালেন। দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি আরো আগ্রাসী ফুটবল শুরু করল। ৫৩ মিনিটে ডানদিক থেকে পাওয়া ক্রসে দুর্দান্ত গোল করে ফের ব্যবধান বাড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। ঠিক দুই মিনিট পরেই মাঝে মাঠের বা দিক থেকে একটি দুর্দান্ত সোলো রানে দেখার মত গোল করে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র। ৭৪ মিনিটে বার্নাড সিলভার গোলে ফের এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। আর ম্যাচে ফিরতে পারলো না রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমালেন করিম বেঞ্জেমা। ৪-৩ গোলে জিতে ম্যানসিটি নিজেদের ফাইনালের রাস্তা অনেকটা পরিষ্কার করে রাখল। রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ এখনও রয়েছে। তিনটি অ্যাওয়ে গোল থাকার সুবাদে ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই সেমিতে যেতে পারে কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ।