বাড়ি থেকে ভোট দিলেন মনমোহন, হামিদ আনসারিরা

- আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে চারদফা লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর তিন দফা। এরই মাঝে বিরোধীরা বলতে শুরু করেছে, মোদি ম্যাজিক ফিকে। আর তিনি ফিরবেন না ক্ষমতায়। স্বভাবতই মনোবল চাঙ্গা কেজরি-মমতা-রাহুল-প্রিয়াঙ্কাদের। তবে এর শেষ জানা যাবে ৪ জুন। তার আগে দেশের প্রবীণ খ্যাতনামা ব্যক্তিরা ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। তাদের বাড়িতে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাক্তন উপরাষ্ট্রপতি মুহাম্মদ হামিদ আনসারি, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলী মনোহর জোশি বাড়ি থেকে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) প্রবীণ এবং প্রতিবন্ধী ভোটারদের (পিডব্লিউডি) জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করেছেন। এটি ২৪ মে পর্যন্ত চলবে। কমিশন সূত্রে খবর, শুক্রবার দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ১৪০৯ জন ভোটার ঘরে বসে ভোট দিয়েছেন।