২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিএম কিশান সম্মান নিধি যোজনা থেকে বাদ পড়তে পারেন বহু কৃষক, তালিকায় নাম রাখতে হলে জানতে হবে এই নিয়ম

সাদিয়া আহমেদ
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 52

Young Indian farmer standing at wheat field

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi Yojana) ১২টি কিস্তিতে কৃষকদের , দুই হাজার টাকা করে, তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়। ১২ তম কিস্তির আগে প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধির তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছিল। নথি যাচাইয়ের সময় শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২১ লক্ষ লোককে এই প্রকল্পের জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। এর ফলে ১৩তম কিস্তির টাকাও এই সমস্ত কৃষকদের কাছে পাঠানো হবে না।
২১ লক্ষ কৃষক ১৩তম কিস্তি পাবেন না, এই সমস্ত ব্যক্তিদের বারবার নোটিশ পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত নেওয়া সব টাকা ফেরত দিতে তাঁদের কাছে ক্রমাগত নোটিশ পাঠানো হচ্ছে। টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই ব্যাবস্থা নেওয়া হবে।
আপনি যদি ১৩ তম কিস্তি পেতে চান, তাহলে তাড়াতাড়ি কেওয়াইসি করুন। কৃষকদের ই-কেওয়াইসি (E-KYC) প্রক্রিয়া সম্পূর্ণ না করা থাকলে টাকা আসবে না। বর্তমানে, ই-কেওয়াইসির সুবিধা প্রধানমন্ত্রী কিশান যোজনার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
যদি এই স্কিম সম্পর্কে আপনার মনে কোনও সন্দেহ বা অভিযোগ থাকে , আপনি পিএম কিশান যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন।
সুবিধাভোগীদের তালিকায় নাম কীভাবে দেখবেন –
আপনি যদি দ্বাদশ তম কিস্তির সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম দেখতে চান, তাহলে PM Kisan Yojana-র অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। Farmers Corner এ ক্লিক করুন। তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর লিখুন। এর পর আপনি, আপনার স্ট্যাটাস সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএম কিশান সম্মান নিধি যোজনা থেকে বাদ পড়তে পারেন বহু কৃষক, তালিকায় নাম রাখতে হলে জানতে হবে এই নিয়ম

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi Yojana) ১২টি কিস্তিতে কৃষকদের , দুই হাজার টাকা করে, তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়। ১২ তম কিস্তির আগে প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধির তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছিল। নথি যাচাইয়ের সময় শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২১ লক্ষ লোককে এই প্রকল্পের জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। এর ফলে ১৩তম কিস্তির টাকাও এই সমস্ত কৃষকদের কাছে পাঠানো হবে না।
২১ লক্ষ কৃষক ১৩তম কিস্তি পাবেন না, এই সমস্ত ব্যক্তিদের বারবার নোটিশ পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত নেওয়া সব টাকা ফেরত দিতে তাঁদের কাছে ক্রমাগত নোটিশ পাঠানো হচ্ছে। টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই ব্যাবস্থা নেওয়া হবে।
আপনি যদি ১৩ তম কিস্তি পেতে চান, তাহলে তাড়াতাড়ি কেওয়াইসি করুন। কৃষকদের ই-কেওয়াইসি (E-KYC) প্রক্রিয়া সম্পূর্ণ না করা থাকলে টাকা আসবে না। বর্তমানে, ই-কেওয়াইসির সুবিধা প্রধানমন্ত্রী কিশান যোজনার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
যদি এই স্কিম সম্পর্কে আপনার মনে কোনও সন্দেহ বা অভিযোগ থাকে , আপনি পিএম কিশান যোজনার হেল্পলাইন নম্বর- 155261 বা 1800115526 (টোল ফ্রি) বা 011-23381092 নম্বরে যোগাযোগ করতে পারেন।
সুবিধাভোগীদের তালিকায় নাম কীভাবে দেখবেন –
আপনি যদি দ্বাদশ তম কিস্তির সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম দেখতে চান, তাহলে PM Kisan Yojana-র অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান। Farmers Corner এ ক্লিক করুন। তারপর Beneficiary Status অপশনে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর লিখুন। এর পর আপনি, আপনার স্ট্যাটাস সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট