সংবাদ মাধ্যমে সামরিক অভিযান লাইভ সম্প্রচার করা যাবে না, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ

- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 70
পুবের কলম, ওয়েবডেস্ক: সংবাদ মাধ্যম এবং সোশাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি নির্দেশিকা জারি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম এবং সোশাল মডিয়ায় প্রচুর পরিমাণে ভুয়ো তথ্য সম্প্রচার হয় বলে খবর। সেই কারণে এই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। নির্দেশিকায় বলা হয়েছে
“জাতীয় নিরাপত্তার স্বার্থে, সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলি দায়িত্বের সঙ্গে পরিবেশন করতে হবে। আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে”।
“বিশেষ করে: প্রতিরক্ষা অভিযান বা চলাচল সম্পর্কিত “উৎস-ভিত্তিক” তথ্যের উপর ভিত্তি করে কোনও রিয়েল-টাইম কভারেজ, ভিজ্যুয়াল প্রচার বা প্রতিবেদন করা উচিত নয়। সংবেদনশীল তথ্যের অকাল প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে এবং অপারেশনাল কার্যকারিতা এবং কর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে।”
জাতীয় নিরাপত্তা রক্ষায় গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।