০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর নির্দেশে পথ দুর্ঘটনায় মৃত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 

রফিকুল হাসান
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 34

এম এ হাকিম, বনগাঁ: উত্তর ২৪ পরগণার বাগদার যেসব বাসিন্দা নদিয়া জেলায় পথ দুর্ঘটনায় মারা গেছেন তাঁদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষতিপূরণের অর্থ তুলে দেন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে। এ সময়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরাণী সরকার, বাগদার তৃণমূল নেতা তরুণ ঘোষ ও অন্যরা উপস্থিত ছিলেন।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার সন্ধ্যায় বলেন, ‘আমাদের এখানে ৮ টি দেহ এসেছে, নদিয়াতে ৬ টা নিয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। এমনও পরিবার রয়েছে যাদের সকলেই মারা গেছেন। প্রশাসন আজ থেকে ওদের পরিবারের অভিভাবক হয়ে গেল। যে বাড়িতে কেউ নেই সেই বাড়ির দায়িত্ব আমরা নিলাম। এখানকার বিধায়ক, পঞ্চায়েত প্রধান থেকে সকলেই তাঁদের দায়িত্ব নিলেন।’

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

তিনি বলেন, ‘আজকের দিনটা অত্যন্ত বেদনাদায়ক। এই মৃত্যুকে কোনও ভাষায় প্রকাশ করা যায় না। আমি আমার ৬২ বছর বয়সের মধ্যে এরকম মৃত্যু আমি জীবনে দেখিনি। গ্রামে কান্নার রোল থামানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন, আজই ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজই তাঁদের হাতে ২ লাখ টাকা করে তুলে দিয়েছি। মুখ্যমন্ত্রী প্রতিমুহূর্তে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মৃত ব্যক্তিদের যথাযথ মর্যাদায় শেষকৃত্য করা হবে।’

আরও পড়ুন: এবার লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই! রা‌জ্যের স্কুলগু‌লি‌কে বরাদ্দ ২০ কো‌টি ২৬ লক্ষ

এদিন রাতে মৃতদেহগুলো বাগদার গ্রামে নিয়ে আসা হলে গোটা গ্রামে কান্নার রোল ওঠে। তাঁদের আত্মীয়স্বজন ও আপনজনেরা ভেঙে পড়েন কান্নায়।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর নির্দেশে পথ দুর্ঘটনায় মৃত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

এম এ হাকিম, বনগাঁ: উত্তর ২৪ পরগণার বাগদার যেসব বাসিন্দা নদিয়া জেলায় পথ দুর্ঘটনায় মারা গেছেন তাঁদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষতিপূরণের অর্থ তুলে দেন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে। এ সময়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরাণী সরকার, বাগদার তৃণমূল নেতা তরুণ ঘোষ ও অন্যরা উপস্থিত ছিলেন।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার সন্ধ্যায় বলেন, ‘আমাদের এখানে ৮ টি দেহ এসেছে, নদিয়াতে ৬ টা নিয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। এমনও পরিবার রয়েছে যাদের সকলেই মারা গেছেন। প্রশাসন আজ থেকে ওদের পরিবারের অভিভাবক হয়ে গেল। যে বাড়িতে কেউ নেই সেই বাড়ির দায়িত্ব আমরা নিলাম। এখানকার বিধায়ক, পঞ্চায়েত প্রধান থেকে সকলেই তাঁদের দায়িত্ব নিলেন।’

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

তিনি বলেন, ‘আজকের দিনটা অত্যন্ত বেদনাদায়ক। এই মৃত্যুকে কোনও ভাষায় প্রকাশ করা যায় না। আমি আমার ৬২ বছর বয়সের মধ্যে এরকম মৃত্যু আমি জীবনে দেখিনি। গ্রামে কান্নার রোল থামানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন, আজই ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজই তাঁদের হাতে ২ লাখ টাকা করে তুলে দিয়েছি। মুখ্যমন্ত্রী প্রতিমুহূর্তে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মৃত ব্যক্তিদের যথাযথ মর্যাদায় শেষকৃত্য করা হবে।’

আরও পড়ুন: এবার লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই! রা‌জ্যের স্কুলগু‌লি‌কে বরাদ্দ ২০ কো‌টি ২৬ লক্ষ

এদিন রাতে মৃতদেহগুলো বাগদার গ্রামে নিয়ে আসা হলে গোটা গ্রামে কান্নার রোল ওঠে। তাঁদের আত্মীয়স্বজন ও আপনজনেরা ভেঙে পড়েন কান্নায়।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত