০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংখ‍্যালঘু যুবক যুবতীর পুলিশের চাকরির জন‍্য প্রশিক্ষণ শিবির জেলাজুড়ে

দেবশ্রী মজুমদার,পুবের কলম, বীরভূম:  পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে সংখ‍্যালঘু যুবক যুবতীর পুলিশের চাকরির জন‍্য প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো জেলাজুড়ে। ছাব্বিশে সেপ্টেম্বর পুলিশের চাকরির পরীক্ষা। তার আগেই  সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীর জন‍্য জেলার তিন মহকুমা সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে পুলিশের  চাকরি পদপ্রার্থীদের প্রশিক্ষণ শিবিরের  সূচনা হলো। যা চলবে চল্লিশ দিন। বোলপুর মহকুমায় এই প্রশিক্ষণ শিবির হয় উচ্চ বিদ‍্যালয়ে। সেখানে  চুয়ান্ন জন পরীক্ষার্থী ও যার মধ‍্যে বেশ কয়েকজন খ্রিষ্টান আছেন। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। 

সিউড়িতে বেনীমাধব উচ্চবিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন  সভাধিপতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাজী ফরজুউদ্দিন ও ডুমা আধিকারিক বিমল কুমার শর্মা। সিউড়িতে মোট চৌঁত্রিশ জন পরীক্ষার্থী। 

অন‍্যদিকে,  রামপুরহাট উচ্চ বিদ‍্যালয়ে আয়োজন হয় এই প্রশিক্ষণের। মোট একশ দশ জন পরীক্ষার্থী এই প্রশিক্ষণ নেবে। রামপুরহাটে উপস্থিত ছিলেন  মহকুমা শাসক সাদ্দাম নাভাস।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংখ‍্যালঘু যুবক যুবতীর পুলিশের চাকরির জন‍্য প্রশিক্ষণ শিবির জেলাজুড়ে

আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার,পুবের কলম, বীরভূম:  পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে সংখ‍্যালঘু যুবক যুবতীর পুলিশের চাকরির জন‍্য প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো জেলাজুড়ে। ছাব্বিশে সেপ্টেম্বর পুলিশের চাকরির পরীক্ষা। তার আগেই  সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীর জন‍্য জেলার তিন মহকুমা সিউড়ি, রামপুরহাট ও বোলপুরে পুলিশের  চাকরি পদপ্রার্থীদের প্রশিক্ষণ শিবিরের  সূচনা হলো। যা চলবে চল্লিশ দিন। বোলপুর মহকুমায় এই প্রশিক্ষণ শিবির হয় উচ্চ বিদ‍্যালয়ে। সেখানে  চুয়ান্ন জন পরীক্ষার্থী ও যার মধ‍্যে বেশ কয়েকজন খ্রিষ্টান আছেন। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। 

সিউড়িতে বেনীমাধব উচ্চবিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন  সভাধিপতি তথা সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাজী ফরজুউদ্দিন ও ডুমা আধিকারিক বিমল কুমার শর্মা। সিউড়িতে মোট চৌঁত্রিশ জন পরীক্ষার্থী। 

অন‍্যদিকে,  রামপুরহাট উচ্চ বিদ‍্যালয়ে আয়োজন হয় এই প্রশিক্ষণের। মোট একশ দশ জন পরীক্ষার্থী এই প্রশিক্ষণ নেবে। রামপুরহাটে উপস্থিত ছিলেন  মহকুমা শাসক সাদ্দাম নাভাস।