০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                ভারোত্তোলনে রুপো জিতে, টোকিও অলিম্পিকে দেশকে প্রথম পদক দিলেন মীরাবাঈ চানু
                              							বিপাশা চক্রবর্তী							
								
                                
                                - আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
 - / 51
 
পুবের কলম, ওয়েবডেস্কঃ শনিবার সকাল থেকেই সারা দেশের নজর ছিল ভারোত্তোলক মীরাবাঈ চানুর ইভেন্টের ওপর। ৪৯ কেজিতে রুপো জিতে টোকিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দিলেন তিনি। ভারোত্তলনে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনিই। টোকিও অলিম্পিক্সে পদকের খাতা খুলতে তাঁর দিকেই তাকিয়ে ছিল সারা দেশ। হতাশ করলেন না চানু।

মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জিতলেন মীরাবাঈ। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভরোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি তিনি।
																			
																		

























