১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেনার হাতে ৩ নিরীহ গ্রামবাসীর মৃত্যু, বিক্ষোভ রূখতে ইন্টারনেট বন্ধ পুঞ্চ–রাজৌরি সীমান্তে

সামিমা এহসানা
  • আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: জঙ্গি হামলায় পুঞ্চে বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ৫ সেনা জওয়ান। দ্য পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। তাদের বক্তব্য, ৩৭০ ধারা প্রত্যাহারের জন্যেই হামলা চালিয়েছে তারা।
সেনার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর পর পুঞ্চ ও রাজৌরির বিভিন্ন এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। কিন্তু তল্লাশির সময় প্রায় ৩৬ জন নীরিহ গ্রামবাসীকে আটক করে পুলিশ। এরপর প্রশ্নোত্তরের নামে আটক যুবকরা সেনার নৃশংসতার শিকার হয় বলে অভিযোগ। সেনার হেফাজতে থাকার সময় বাফলিয়াজের টোপা পির গ্রামের তিন যুবক– সাফির হোসেন (৪৩), মহম্মদ শওকত (২৭), সাবির আহমদ (৩২) প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর পর দেহ তুলে দেওয়া হয় গ্রামবাসীদের হাতে।

এই ঘটনার পর থেকে মৃতদেহ নিয়ে বাফলিয়াজের পুঞ্চ চক এলাকায় বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তারা প্রশ্ন করতে থাকে, জঙ্গি দমনের নামে কেন নিরীহ গ্রামবাসীদের মেরে ফেলা হবে। তারপর থেকে গ্রামবাসীদের উপর নৃশংসতার ভিডিয়ো ছড়িয়ে দেয় গ্রামবাসীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেখে তড়িঘড়ি পুঞ্চ ও রাজৌরি সীমান্ত এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তারা।
জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গতি পেতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে দাবি করলেও গ্রামবাসীরা বলছে অন্য কথা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনার হাতে ৩ নিরীহ গ্রামবাসীর মৃত্যু, বিক্ষোভ রূখতে ইন্টারনেট বন্ধ পুঞ্চ–রাজৌরি সীমান্তে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জঙ্গি হামলায় পুঞ্চে বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন ৫ সেনা জওয়ান। দ্য পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। তাদের বক্তব্য, ৩৭০ ধারা প্রত্যাহারের জন্যেই হামলা চালিয়েছে তারা।
সেনার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালানোর পর পুঞ্চ ও রাজৌরির বিভিন্ন এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। কিন্তু তল্লাশির সময় প্রায় ৩৬ জন নীরিহ গ্রামবাসীকে আটক করে পুলিশ। এরপর প্রশ্নোত্তরের নামে আটক যুবকরা সেনার নৃশংসতার শিকার হয় বলে অভিযোগ। সেনার হেফাজতে থাকার সময় বাফলিয়াজের টোপা পির গ্রামের তিন যুবক– সাফির হোসেন (৪৩), মহম্মদ শওকত (২৭), সাবির আহমদ (৩২) প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর পর দেহ তুলে দেওয়া হয় গ্রামবাসীদের হাতে।

এই ঘটনার পর থেকে মৃতদেহ নিয়ে বাফলিয়াজের পুঞ্চ চক এলাকায় বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। তারা প্রশ্ন করতে থাকে, জঙ্গি দমনের নামে কেন নিরীহ গ্রামবাসীদের মেরে ফেলা হবে। তারপর থেকে গ্রামবাসীদের উপর নৃশংসতার ভিডিয়ো ছড়িয়ে দেয় গ্রামবাসীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেখে তড়িঘড়ি পুঞ্চ ও রাজৌরি সীমান্ত এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তারা।
জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গতি পেতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে দাবি করলেও গ্রামবাসীরা বলছে অন্য কথা।