২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তিতে মোদি সরকার, জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ মে ২০২৪, বুধবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে বড়সড় স্বস্তি মিললো মোদি সরকারের। জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার সমস্ত আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ৩৭০ ধারা রদের বিষয়টি বৈধ-২০২৩ সালের ডিসেম্বরে রায় দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছিল, সেগুলি খারিজ করে দিল আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ১১ ডিসেম্বর দেওয়া রায়ে কোনও ভুল দেখা যাচ্ছে না।

গত ১ মে দেওয়া নির্দেশনামায় পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, রিভিউ পিটিশনগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, রেকর্ডে নেওয়ার মতো কোনও ভুল নেই। ফলে সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এই পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হচ্ছে না। সেই কারণে রিভিউ পিটিশনগুলি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বস্তিতে মোদি সরকার, জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

আপডেট : ২২ মে ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে বড়সড় স্বস্তি মিললো মোদি সরকারের। জম্মু-কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার সমস্ত আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ৩৭০ ধারা রদের বিষয়টি বৈধ-২০২৩ সালের ডিসেম্বরে রায় দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছিল, সেগুলি খারিজ করে দিল আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভই, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ১১ ডিসেম্বর দেওয়া রায়ে কোনও ভুল দেখা যাচ্ছে না।

গত ১ মে দেওয়া নির্দেশনামায় পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, রিভিউ পিটিশনগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, রেকর্ডে নেওয়ার মতো কোনও ভুল নেই। ফলে সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী এই পুনর্বিবেচনার আর্জি গ্রহণ করা হচ্ছে না। সেই কারণে রিভিউ পিটিশনগুলি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।