দেশজুড়ে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার কর্মসূচী আপের, তীব্র ধিক্কার বিজেপির

- আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি সরকারকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়েছে আম আদমি পার্টি(আপ)। দিল্লিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টারের পর পরই এবার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ভারতব্যাপী ১১টি ভাষায় মোদি বিরোধী পোস্টার সাঁটানোর কর্মসূচি নিয়েছে আপ।
আপের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপির মন্তব্য, ‘এটি পরিবেশ নষ্ট করার একটা ষড়যন্ত্র।’
আপ নেতা গোপাল রাই বলেছেন, ‘৩০ মার্চ থেকে সারা দেশে হিন্দি এবং ইংরেজি সহ ১১টি আঞ্চলিক ভাষায় ২২টি রাজ্যে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’-পোস্টার লাগানো হবে। হিন্দি, ইংরেজি, গুজরাটি, উর্দু, বাংলা, মারাঠি এবং তামিল সহ অন্যান্য দক্ষিণ ভারতীয় ভাষায় পোস্টার প্রকাশিত হচ্ছে।
গোপাল রাই বলেন, ‘দেশের ভোটাররা মনে করছেন, যতক্ষণ প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় থাকবেন,ততদিন দেশ সংকটে থাকবে। মোদিজি যুব, কৃষক ও মুদ্রাস্ফীতির কোনও সমাধান করতে পারেননি। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে বিরোধী দলগুলিকে তাড়ানোর জন্য। ১০ এপ্রিল থেকে, আপ ভারতের সমস্ত বড় বিশ্ববিদ্যালয়গুলিতে এই পোস্টার প্রচার শুরু করবে’।
বিজেপি মুখপাত্র খেমচাঁদ শর্মা তীব্র ধিক্কার জানিয়ে বলেছেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক কর্মসূচী। দেশের ভাবমূর্তি সহ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এইভাবেই দেশে দুর্নীতিমূলক কাজ কর্মকে প্রশ্রয় দিচ্ছেন। মাত্র ৯ বছরেই তিনি দিল্লিতে একটি দুর্নীতিবাজদের বাহিনী গড়ে তুলেছেন।
খেমচাঁদ শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। সেইসময় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। দিল্লির মানুষ সব ভালো করেই বুঝতে পারছে।’
পোস্টার কাণ্ড নিয়ে আপ একটি ট্যুইট বার্তায় বলেছে, ‘মোদি সরকার চরম স্বৈরাচারী শাসনব্যবস্থা চালাচ্ছে। পোস্টারে এত আপত্তিকর কী আছে যে মোদিজী ১০০টি এফআইআর দায়ের করেছেন? প্রধানমন্ত্রী মোদি, আপনি সম্ভবত জানেন না, ভারত একটি গণতান্ত্রিক দেশ। পোস্টারে এত ভয়, কেন?”
আপ প্রধান কেজরিওয়াল সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাধীনতার আগে যখন স্বাধীনতা সংগ্রামীরা পোস্টার লাগাতেন, তখন ব্রিটিশরা তাদের বিরুদ্ধে কোনও এফআইআর বা ব্যবস্থা নেয়নি, গণতান্ত্রিক দেশে পোস্টার লাগানো নিয়ে মোদিজীর কিসের এত আপত্তি?
গত সপ্তাহে, রাজধানীজুড়ে দেওয়াল এবং বিদ্যুতের খুঁটিতে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার কাণ্ডে ৬ জনকে গ্রেফতার সহ ১০০টি মামলা দায়ের হয়েছে।