দানবীয় চেহারা ঘূর্ণিঝড় বিপর্যয়ের, সতর্ক করা হল মৎসজীবীদের
ইমামা খাতুন
- আপডেট :
৯ জুন ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। পর্যায়ক্রমে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পতিত হবে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় দানবের রূপ ধারণ করবে। পূর্বাভাসে ভারতীয় মৌসম ভবন এমনটাই জানাচ্ছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। বর্তমানে গোয়া থেকে ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।
পূর্বাভাস বলছে, আগামী ৩-৪ দিন উত্তাল হতে পারে সমুদ্র। ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। সমুদ্রে যেতে তাই নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
পাশাপাশি, মৌসম ভবনের তরফে আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কেরালা, লাক্ষাদ্বীপ, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে।
১০ তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর, কেরালা ও কর্নাটকে। ওদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ে। ওদিকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান ও মুজফ্ফরবাদেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস।