বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 198
পুবের কলম,ওয়েবডেস্কঃ সামনেই বিহার বিধানসভা নির্বাচন (Bihar Polls)। তার আগেই ভোটারদের মন টানতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার থেকে স্নাতক পাশ ২০-২৫ বছর বয়সি তরুণ-তরুণীরাও পাবেন বেকার ভাতার (Monthly Allowance) সুবিধা। এতদিন এই সুবিধা সীমিত ছিল দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা বেকারদের জন্য।
বৃহস্পতিবার নীতীশ কুমার সোশ্যাল মিডিয়ায় জানান, নতুন নিয়মে স্নাতক পাশ তরুণ-তরুণীরা যাঁদের নিজস্ব আয় নেই এবং চাকরির চেষ্টা করছেন, তাঁরা প্রতি মাসে ১,০০০ টাকা করে সর্বোচ্চ দু’বছর এই ভাতা পাবেন (Nitish Kumar Announces Rs 1,000 Monthly Allowance)। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’।
নীতীশের দাবি, এই ভাতা শুধু আর্থিক সহায়তাই দেবে না, বরং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।এদিকে নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক সরগরম অবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একাধিক সফরে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পাশাপাশি কেন্দ্র থেকে বিহারের রেল প্রকল্পে ৩,১৬৯ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ভোটের আগে উন্নয়ন আর জনকল্যাণমূলক প্রতিশ্রুতির লড়াই আরও তীব্র হচ্ছে।



















































