০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরে বিজেপিতে যোগদান দুই শতাধিক রাজনৈতিক কর্মীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
  • / 10

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভোটের মুখে জয়নগরে তৃনমূল,সিপিআইএম ও এস ইউ সি আই থেকে বিজেপিতে যোগদান বিজেপির প্রার্থীর হাত ধরে। জয়নগর লোকসভা কেন্দ্রে দুবারের জেতাপ্রার্থী বিদায়ী সাংসদ প্রতিমা মন্ডল,হ্যাটটিকের জন্য লড়াই করছে,হঠাৎ করে দেখা গেল ভোটের মুখে জয়নগর বিধানসভার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের পদ্মের হাট হসপিটাল মোড়ে আমির আলি মন্ডলের সহযোগিতায় জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী, দিলীপ হালদার, দেবতোষ আচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগনের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডাঃ অশোক কান্ডারীর এই কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি তাঁর হাত ধরে সিপিআইএম ,এস ইউ সি আই ,তৃনমুল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ কর্মীরা যোগ দিলেন বিজেপিতে।

আর এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারী নিজে।তিনি এদিন বলেন, মোদীজির কাজ দেখে তাঁরা বিজেপিতে যোগ দেন।আগামী দিনে আরও বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিতে চলেছে। তবে এব্যাপারে তৃনমূলের তরফে দাবি করা হয়,যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা কোনদিন তৃনমূল কংগ্রেসের কর্মী ছিল না।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরে বিজেপিতে যোগদান দুই শতাধিক রাজনৈতিক কর্মীর

আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ভোটের মুখে জয়নগরে তৃনমূল,সিপিআইএম ও এস ইউ সি আই থেকে বিজেপিতে যোগদান বিজেপির প্রার্থীর হাত ধরে। জয়নগর লোকসভা কেন্দ্রে দুবারের জেতাপ্রার্থী বিদায়ী সাংসদ প্রতিমা মন্ডল,হ্যাটটিকের জন্য লড়াই করছে,হঠাৎ করে দেখা গেল ভোটের মুখে জয়নগর বিধানসভার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের পদ্মের হাট হসপিটাল মোড়ে আমির আলি মন্ডলের সহযোগিতায় জয়নগর লোক সভা কেন্দ্রের প্রার্থী ডাঃ অশোক কান্ডারী, দিলীপ হালদার, দেবতোষ আচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগনের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডাঃ অশোক কান্ডারীর এই কার্যালয়ের উদ্বোধনের পাশাপাশি তাঁর হাত ধরে সিপিআইএম ,এস ইউ সি আই ,তৃনমুল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ কর্মীরা যোগ দিলেন বিজেপিতে।

আর এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী ডা: অশোক কান্ডারী নিজে।তিনি এদিন বলেন, মোদীজির কাজ দেখে তাঁরা বিজেপিতে যোগ দেন।আগামী দিনে আরও বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিতে চলেছে। তবে এব্যাপারে তৃনমূলের তরফে দাবি করা হয়,যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা কোনদিন তৃনমূল কংগ্রেসের কর্মী ছিল না।