২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলামীন মিশন থেকে এবছর ডাক্তারিতে সুযোগ পেয়েছেন ৫০০ এরও বেশি

মাসুদ আলি
  • আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 233

তৌহিদ, মকসেদুল, দেবস্মিতা

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিটে এবছর বড় সাফল্য আলামীন মিশনের। সোমবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফল প্রকাশ হয়। আলামীন মিশনের সেক্রেটরি এম নুরুল ইসলাম জানিয়েছেন এবছর আলামীন মিশনের ৫০০ -র বেশি পরীক্ষার্থী এমবিবিএস – এ সুযোগ পেতে চলেছে যাদের অধিকাংশই গরিব, মধ্যবিত্ত পরিবারের।

alamin, Neet, medical,

মিশন থেকে সবথেকে বেশি নম্বর পেয়েছে তৌহিদ মুর্শিদ। ১৫ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর মধ্যে তৌহিদের অল ইন্ডিয়া Rank ৪৭০। এছাড়া মিশনের আরও এক কৃতী ছাত্র মোকসেদুল মোল্লা Rank করেছেন ৬৬২। এবছর বহু অমুসলিম পড়ুয়া মিশন থেকে সাফল্য লাভ করেছে।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

উল্লেখ্য, গত বছর আলামীন মিশন থেকে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল ৪১৬ জন।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলামীন মিশন থেকে এবছর ডাক্তারিতে সুযোগ পেয়েছেন ৫০০ এরও বেশি

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিটে এবছর বড় সাফল্য আলামীন মিশনের। সোমবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফল প্রকাশ হয়। আলামীন মিশনের সেক্রেটরি এম নুরুল ইসলাম জানিয়েছেন এবছর আলামীন মিশনের ৫০০ -র বেশি পরীক্ষার্থী এমবিবিএস – এ সুযোগ পেতে চলেছে যাদের অধিকাংশই গরিব, মধ্যবিত্ত পরিবারের।

alamin, Neet, medical,

মিশন থেকে সবথেকে বেশি নম্বর পেয়েছে তৌহিদ মুর্শিদ। ১৫ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর মধ্যে তৌহিদের অল ইন্ডিয়া Rank ৪৭০। এছাড়া মিশনের আরও এক কৃতী ছাত্র মোকসেদুল মোল্লা Rank করেছেন ৬৬২। এবছর বহু অমুসলিম পড়ুয়া মিশন থেকে সাফল্য লাভ করেছে।

আরও পড়ুন: নিট পরীক্ষায় সফল বাসন্তীর কৃষক পরিবারে সন্তান

উল্লেখ্য, গত বছর আলামীন মিশন থেকে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল ৪১৬ জন।

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিকেল এন্টান্স পরীক্ষায় সফল জয়নগরের বহড়ুর মেধাবী ছাত্রী তিস্তা

আরও পড়ুন: হতদরিদ্র পরিবারের ছেলে জাকারিয়ার নজরকাড়া সাফল্য, নিট পরীক্ষায় কাঁপিয়ে দিল কালিয়াচক