ইউক্রেন যুদ্ধ ইসরাইলের অবস্থান জানতে ইহুদি দূতকে তলব মস্কোর

- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 75

Ukraine's ambassador to Israel, Yevgen Korniychuk gives a statement to the media on the Russian invasion to the Ukraine, in Tel Aviv, on February 25, 2022. Photo by Avshalom Sassoni/Flash90 *** Local Caption *** פלישה אוקראינה תל אביב ישראלים רוסיה ישראל שגרירות שגריר מסיבת עיתונאים
পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেনে রুশ অভিযান নিয়ে ইসরাইলের মতামত ও অবস্থান জানতে ইহুদি রাষ্ট্রদূতকে তলব করল ক্রেমলিন। রুশ উপবিদেশমন্ত্রী মিখাইল বোগদানোভ রাশিয়ায় নিযুক্ত ইহুদি রাষ্ট্রদূত বেন ভিকে ডেকে পাঠিয়েছেন। এর আগে ইসরাইলি বিদেশমন্ত্রী ইয়াইর লাপিদ প্রাণ সোভিয়েত রাষ্ট্রে ইউক্রেনে রুশ অভিযানের সমালোচনা করেছিলেন। বলেছিলেন ’রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ এক বিবৃতিতে রুশ বিদেশমন্ত্রক জানায় বোগদানোভ ও বেন ভির মধ্যে ইউক্রন নিয়ে আলোচনা হয়েছে।
রুশ প্রতিনিধি আশা প্রকাশ করে জানান, এবার হয়তো কিয়েভে মস্কোর অভিযানের বিষয়টি বুঝতে পারবে ইসরাইল ও ’নাৎসিবাদীদের’ সমর্থন করা বন্ধ করবে। বোগদানোভ জোর দিয়ে বলেন, ইউক্রেনকে নিরস্ত্র করতে এবং ইউক্রেনের পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের রক্ষা করতে এই সামরিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, পশ্চিমা সমর্থিত সরকারের বিরোধিতা করে দোনবাস অঞ্চলটি ২০১৪ সালে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা করে। তারপর থেকেই ইউক্রেন সরকার দোনবাসে চাপ প্রয়োগ শুরু করে। দোনেৎস্ক ও লুহানস্কে বসবাসকারী রুশপন্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা ছিনিয়ে নেওয়া হয়। এসব দেখে নীরব থাকতে পারেননি প্রেসিডেন্ট পুতিন। এর আগে ইউক্রেনকে বহুবার শর্ত মেনে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাতে কান দেয়নি কিয়েভ।