১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বন্যাবিধ্বস্ত খ্রিস্টান–হিন্দুদের আশ্রয় দিল তামিলনাডুর মসজিদ

সামিমা এহসানা
- আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রীতির নজির গড়ল তামিলনাডুর অথুরের জুম্মা পাল্লি মসজিদ। সেখানে বন্যায় বিধ্বস্ত হিন্দু ও খ্রিস্টান পরিবারগুলির থাকা ও খাওয়ার বন্দোবস্ত করছে জুম্মা পাল্লি মসজিদ।
মসজিদ কমিটির সদস্য শেখ বদরুদ্দিন জানিয়েছেন, প্রায় ২৫ টি হিন্দু ধর্মাবলম্বী পরিবার সহ আরও ১০০ জনের মসজিদে থাকার বন্দোবস্ত করা হয়েছে। যারাই এসে আশ্রয়ের খোঁজ করেছে, তাদের সকলকেই এখানে রাখা হয়েছে।
ইসাকিমুথু ও আরুমুগাকানি নামে দুই আশ্রয়প্রার্থী জানিয়েছে, তাদের বাড়ি বন্যায় ভেঙে পড়েছে। গত চার দিন ধরে তাদের খাবার, চায়ের ব্যবস্থা করছে মসজিদ কর্তৃপক্ষ।উগ্রবাদীদের ইসলামোফোবিক প্রপাগান্ডার মাঝে তামিলনাডুর মসজিদের এই সম্প্রীতি বার্তা চোখ জুড়াচ্ছে বলে মনে করছে অনেকে।
Tag :
mosque in tamil nadu opens shelter to flood affected hindu families বন্যাবিধ্বস্ত খ্রিস্টান হিন্দুদের আশ্রয় দিল তামিলনাডুর মসজিদ