১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুটি বিক্রির জমানো অর্থে মসজিদ তুরস্কে

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
  • / 66

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলামি ঐতিহ্য সংরক্ষণে তুর্কি মুসলিমদের সুনাম বিশ্বজুড়ে। এ ক্ষেত্রে তুর্কি নারীদের অবদানও মনে রাখার মতো। আধুনিক যুগে এসেও তারা ইসলামের সেবায় পিছিয়ে নেই। বিভিন্ন সময় তাদের নানারকম ধর্মীয় সেবামূলক কাজের খবর পাওয়া যায়। তেমনই একটি খবর হল, রুটি বিক্রি করে সেই জমানো অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করেছেন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসার কয়েকজন নারী।

প্রদেশটির ওরহানলি এলাকার বাশকো গ্রামে নান্দনিক এই মসজিদটি নির্মিত হয়েছে। নারীরা সবাই বাশকো গ্রামের বাসিন্দা এবং তারা রুটি বানিয়ে বিক্রি করেন। মসজিদের নতুন এই স্থাপনার জায়গায় আগে পুরনো একটি মসজিদ ছিল। কিন্তু পুরনো ও ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গ্রামবাসী নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

সবার উদ্যোগে একাত্মতা জানিয়ে গ্রামের রুটি বিক্রেতা নারীরাও নির্মাণ খরচে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং দেড় মিলিয়ন তুর্কি লিরা খরচে নির্মিত মসজিদের বেশির ভাগ অর্থ দেয় নারীরা। সপ্তাহের এক কিংবা দুই দিনের লভ্যাংশ তারা আলাদা ফান্ডে জমা করত। এভাবে দুই বছরের জমানো অর্থ তারা মসজিদে দান করেন।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

বুরসা উত্তর-পশ্চিম আনাতোলিয়ার মারমারা সাগর উপকূলে অবস্থিত তুরস্কের ঐতিহাসিক প্রদেশ। প্রাদেশিক রাজধানীর নামও বুরসা। প্রদেশটির আয়তন ১১ হাজার ৪৩ বর্গকিলোমিটার এবং ২০১৫ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ২৮ লক্ষ ৪২ হাজার ৫৪৭ জন। বুরসা শহরটি ১,৩২৬ থেকে ১,৩৬৫ সাল পর্যন্ত উসমানীয় সালতানাতের রাজধানী ছিল।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুটি বিক্রির জমানো অর্থে মসজিদ তুরস্কে

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলামি ঐতিহ্য সংরক্ষণে তুর্কি মুসলিমদের সুনাম বিশ্বজুড়ে। এ ক্ষেত্রে তুর্কি নারীদের অবদানও মনে রাখার মতো। আধুনিক যুগে এসেও তারা ইসলামের সেবায় পিছিয়ে নেই। বিভিন্ন সময় তাদের নানারকম ধর্মীয় সেবামূলক কাজের খবর পাওয়া যায়। তেমনই একটি খবর হল, রুটি বিক্রি করে সেই জমানো অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করেছেন তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসার কয়েকজন নারী।

প্রদেশটির ওরহানলি এলাকার বাশকো গ্রামে নান্দনিক এই মসজিদটি নির্মিত হয়েছে। নারীরা সবাই বাশকো গ্রামের বাসিন্দা এবং তারা রুটি বানিয়ে বিক্রি করেন। মসজিদের নতুন এই স্থাপনার জায়গায় আগে পুরনো একটি মসজিদ ছিল। কিন্তু পুরনো ও ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গ্রামবাসী নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

সবার উদ্যোগে একাত্মতা জানিয়ে গ্রামের রুটি বিক্রেতা নারীরাও নির্মাণ খরচে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং দেড় মিলিয়ন তুর্কি লিরা খরচে নির্মিত মসজিদের বেশির ভাগ অর্থ দেয় নারীরা। সপ্তাহের এক কিংবা দুই দিনের লভ্যাংশ তারা আলাদা ফান্ডে জমা করত। এভাবে দুই বছরের জমানো অর্থ তারা মসজিদে দান করেন।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

বুরসা উত্তর-পশ্চিম আনাতোলিয়ার মারমারা সাগর উপকূলে অবস্থিত তুরস্কের ঐতিহাসিক প্রদেশ। প্রাদেশিক রাজধানীর নামও বুরসা। প্রদেশটির আয়তন ১১ হাজার ৪৩ বর্গকিলোমিটার এবং ২০১৫ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ২৮ লক্ষ ৪২ হাজার ৫৪৭ জন। বুরসা শহরটি ১,৩২৬ থেকে ১,৩৬৫ সাল পর্যন্ত উসমানীয় সালতানাতের রাজধানী ছিল।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে