০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ তালিকায় মোস্তাক হোসেন

পুবের কলম প্রতিবেদকঃ কথায় রয়েছে হাজারের মধ্যে এক। সেই হাজারের মধ্যেই বেশ কিছুদিন আগে উঠে এসেছেন শিল্পপতি জনাব মোস্তাক হোসেন। সেইসঙ্গে তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘পতাকা ইন্ডাস্ট্রিজ’।

সম্প্রতি ২০২১-এর আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে উঠে এসেছে মোস্তাক হোসেন ও তাঁর প্রতিষ্ঠানের নাম। ২০২১-এ আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ-এর তালিকায় নথিভুক্ত হলেও ওয়াকিফহাল মহলের ধারণা– আরও বেশ কয়েক বছর আগেই পতাকা ইন্ডাস্ট্রিজ আইআইএফএল-এর তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করেছিল।

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ তালিকায় মোস্তাক হোসেন

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট বা ধনীদের তালিকায় শুধু তাদেরই নাম নথিভুক্ত করে– যাদের ব্যবসা ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। এই তালিকাটি তৈরি করে প্রখ্যাত অর্থনৈতিক সংস্থা হুরুন ইন্ডিয়া। এই তালিকায় নাম ওঠা অবশ্যই গর্ব ও কৃতিত্বের বলে বিবেচিত হয়।

জনাব মোস্তাক হোসেন শুধুমাত্র শিল্প ও ব্যবসার সঙ্গেই জড়িত নন– তিনি সামাজিক কাজ– বিশেষ করে দুর্বল শ্রেণির মধ্যে শিক্ষার প্রসারের জন্য এক অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর এই উদ্যোগ থেমে থাকেনি। বরং তা সময় ও সমাজে প্রয়োজনের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জনাব মোস্তাক হোসেন পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরানকে বলেন–  আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে নাম উঠেছে– ভালো কথা। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিন্তু এটাই আমার লক্ষ্য নয়। ব্যবসার সঙ্গে– সমাজ সেবা ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোতেই আমি বেশি তৃপ্তি পাই। আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের সম্মানীয় তালিকায় নাম ওঠায় অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মোস্তাক সাহেব ছাড়াও এই তালিকায় আরও যেসব মুসলিম ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম রয়েছে সেগুলি হচ্ছে– ইউসুফ আলি এমএ– লুলু– আজিম প্রেমজি– উইপ্রো– রফিক আবদুল মালিক– মেট্রো ব্র্যান্ডস– ফিরোজ আল্লানা অ্যান্ড ফ্যামিলি– ইফকো– আহমদ এম পি– মালাবার গোল্ড– সোফি আহমদ– সিপলা– ইব্রাহিম হাজী পি এ– মালাবার গোল্ড– রফিক আহমদ অ্যান্ড ফ্যামিলি– ফরিদা সু’স–  ফায়সল হুসেন– সিনিচ্রন প্রমুখ।

সর্বধিক পাঠিত

এবার গ্রিনল্যান্ড দখলের ছক? সামরিক বিকল্পও ভাবছে ট্রাম্প প্রশাসন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ তালিকায় মোস্তাক হোসেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ কথায় রয়েছে হাজারের মধ্যে এক। সেই হাজারের মধ্যেই বেশ কিছুদিন আগে উঠে এসেছেন শিল্পপতি জনাব মোস্তাক হোসেন। সেইসঙ্গে তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘পতাকা ইন্ডাস্ট্রিজ’।

সম্প্রতি ২০২১-এর আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে উঠে এসেছে মোস্তাক হোসেন ও তাঁর প্রতিষ্ঠানের নাম। ২০২১-এ আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ-এর তালিকায় নথিভুক্ত হলেও ওয়াকিফহাল মহলের ধারণা– আরও বেশ কয়েক বছর আগেই পতাকা ইন্ডাস্ট্রিজ আইআইএফএল-এর তালিকায় নাম তোলার যোগ্যতা অর্জন করেছিল।

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ তালিকায় মোস্তাক হোসেন

আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট বা ধনীদের তালিকায় শুধু তাদেরই নাম নথিভুক্ত করে– যাদের ব্যবসা ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। এই তালিকাটি তৈরি করে প্রখ্যাত অর্থনৈতিক সংস্থা হুরুন ইন্ডিয়া। এই তালিকায় নাম ওঠা অবশ্যই গর্ব ও কৃতিত্বের বলে বিবেচিত হয়।

জনাব মোস্তাক হোসেন শুধুমাত্র শিল্প ও ব্যবসার সঙ্গেই জড়িত নন– তিনি সামাজিক কাজ– বিশেষ করে দুর্বল শ্রেণির মধ্যে শিক্ষার প্রসারের জন্য এক অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর এই উদ্যোগ থেমে থাকেনি। বরং তা সময় ও সমাজে প্রয়োজনের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

জনাব মোস্তাক হোসেন পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরানকে বলেন–  আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে নাম উঠেছে– ভালো কথা। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিন্তু এটাই আমার লক্ষ্য নয়। ব্যবসার সঙ্গে– সমাজ সেবা ও আর্ত মানুষের পাশে দাঁড়ানোতেই আমি বেশি তৃপ্তি পাই। আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের সম্মানীয় তালিকায় নাম ওঠায় অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মোস্তাক সাহেব ছাড়াও এই তালিকায় আরও যেসব মুসলিম ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম রয়েছে সেগুলি হচ্ছে– ইউসুফ আলি এমএ– লুলু– আজিম প্রেমজি– উইপ্রো– রফিক আবদুল মালিক– মেট্রো ব্র্যান্ডস– ফিরোজ আল্লানা অ্যান্ড ফ্যামিলি– ইফকো– আহমদ এম পি– মালাবার গোল্ড– সোফি আহমদ– সিপলা– ইব্রাহিম হাজী পি এ– মালাবার গোল্ড– রফিক আহমদ অ্যান্ড ফ্যামিলি– ফরিদা সু’স–  ফায়সল হুসেন– সিনিচ্রন প্রমুখ।