০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূমে রেলের বঞ্চনার প্রতিবাদে ফের সংসদে সোচ্চার সাংসদ শতাব্দী রায়

ইমামা খাতুন
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 150

কৌশিক সালুই বীরভূম- বীরভূম লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি রেলের প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবার লোক সভায় বর্ষাকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তার সংসদীয় এলাকায় রেলের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বীরভূমে রেলের বঞ্চনার প্রতিবাদে ফের সাংসদ শতাব্দী রায় লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। এর আগে বীরভূম সাংসদ বহুবার ওই কাজগুলি নিয়ে রেল মন্ত্রীর কাছে দরবার করেছেন। সিউড়ি- বোলপুর সড়কের সিউড়ি হাটজান বাজার সংলগ্ন রেলের লেভেল ক্রসিং এ বিগত পাঁচ বছর ধরে ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

 

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

সে কাজ নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। সংশ্লিষ্ট ওভারব্রিজ নির্মাণের শেষ সময়সীমা বহুদিন আগেই পেরিয়ে গিয়েছে। ফলে ওই রাস্তা যাতায়াতকারী মানুষজনের দুর্ভোগ বেড়েছে কিন্তু কমেনি। নির্মীয়মান ওই স্থানে বেহাল রাস্তা ফলে দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সঙ্গী স্থানীয়দের বলে অভিযোগ।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

 

পাশাপাশি সাঁইথিয়া রেলস্টেশন যাওয়ার রাস্তা ও ওভার ব্রিজ, দুবরাজপুর রেল স্টেশনে যাওয়ার রাস্তা এবং নলহাটির ফ্লাইওভার প্রভৃতি কাজ নিয়ে বারবার সাংসদ শতাব্দী রায় রেল মন্ত্রীর কাছে বারবার তদবির করলেও তার এখনো পর্যন্ত সুরাহা হয়নি বলে দাবি সাংসদের।

 

যদিও সম্প্রতি সিউড়িতে রেলের এক উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন হাটজন বাজার ওভার ব্রিজ এর পুনরায় টেন্ডার প্রক্রিয়া হয়েছে খুব দ্রুত সেই নির্মাণ কাজ সম্পন্ন হবে। এদিন সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শতাব্দী রায় বলেন,”সিউড়ি রেলের ওভারব্রিজ নির্মাণের কাজে ঢিলামির জন্য পূর্বের ঠিকাদারকে প্রায় পাঁচ মাস আগে বরখাস্ত করে দেওয়া হয়েছে কিন্তু তার পরিবর্তে নতুনভাবে যে কাজ শুরু করার উদ্যোগ তা এখনো দেখা যাচ্ছে না।

 

বিগত সময়ে বেশ কয়েকজন রেলমন্ত্রী পরিবর্তন হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি বারবার নিজে গিয়েছি। প্রস্তাব দিয়েছি কোনটা আবার কাজ শুরু হলেও তার শেষ হবার নাম গন্ধ নেই”।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে রেলের বঞ্চনার প্রতিবাদে ফের সংসদে সোচ্চার সাংসদ শতাব্দী রায়

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

কৌশিক সালুই বীরভূম- বীরভূম লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি রেলের প্রকল্পে বঞ্চনার অভিযোগে ফের সোচ্চার হলেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবার লোক সভায় বর্ষাকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তার সংসদীয় এলাকায় রেলের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বীরভূমে রেলের বঞ্চনার প্রতিবাদে ফের সাংসদ শতাব্দী রায় লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। এর আগে বীরভূম সাংসদ বহুবার ওই কাজগুলি নিয়ে রেল মন্ত্রীর কাছে দরবার করেছেন। সিউড়ি- বোলপুর সড়কের সিউড়ি হাটজান বাজার সংলগ্ন রেলের লেভেল ক্রসিং এ বিগত পাঁচ বছর ধরে ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

 

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

সে কাজ নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। সংশ্লিষ্ট ওভারব্রিজ নির্মাণের শেষ সময়সীমা বহুদিন আগেই পেরিয়ে গিয়েছে। ফলে ওই রাস্তা যাতায়াতকারী মানুষজনের দুর্ভোগ বেড়েছে কিন্তু কমেনি। নির্মীয়মান ওই স্থানে বেহাল রাস্তা ফলে দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সঙ্গী স্থানীয়দের বলে অভিযোগ।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

 

পাশাপাশি সাঁইথিয়া রেলস্টেশন যাওয়ার রাস্তা ও ওভার ব্রিজ, দুবরাজপুর রেল স্টেশনে যাওয়ার রাস্তা এবং নলহাটির ফ্লাইওভার প্রভৃতি কাজ নিয়ে বারবার সাংসদ শতাব্দী রায় রেল মন্ত্রীর কাছে বারবার তদবির করলেও তার এখনো পর্যন্ত সুরাহা হয়নি বলে দাবি সাংসদের।

 

যদিও সম্প্রতি সিউড়িতে রেলের এক উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন হাটজন বাজার ওভার ব্রিজ এর পুনরায় টেন্ডার প্রক্রিয়া হয়েছে খুব দ্রুত সেই নির্মাণ কাজ সম্পন্ন হবে। এদিন সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শতাব্দী রায় বলেন,”সিউড়ি রেলের ওভারব্রিজ নির্মাণের কাজে ঢিলামির জন্য পূর্বের ঠিকাদারকে প্রায় পাঁচ মাস আগে বরখাস্ত করে দেওয়া হয়েছে কিন্তু তার পরিবর্তে নতুনভাবে যে কাজ শুরু করার উদ্যোগ তা এখনো দেখা যাচ্ছে না।

 

বিগত সময়ে বেশ কয়েকজন রেলমন্ত্রী পরিবর্তন হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি বারবার নিজে গিয়েছি। প্রস্তাব দিয়েছি কোনটা আবার কাজ শুরু হলেও তার শেষ হবার নাম গন্ধ নেই”।