২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সপা ছেড়ে কি এবার বিজেপিতে মুলায়ম পুত্রবধূ! অস্বস্তিতে পরিবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 36

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের রাজনীতিতে চাপান-উতোর। মুলায়ম পরিবারের মধ্যেই কি এবার ভাঙনের ইঙ্গিত! অত্যন্ত সেই রকমই জল্পনা রাজনীতি মহলে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং-য়ের পুত্রবধূ অপর্ণা যাদবের এবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা স্পষ্ট। খুব শীঘ্রই সমাজবাদী পার্টিকে বিদায় জানিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে পা মেলাবেন অপর্ণা।

অপর্ণা যাদব মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। এর আগেও দলের মধ্যে থেকে বিদ্রোহ করতে দেখা গিয়েছিল অপর্ণাকে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অপর্ণাকে দলে ধরে রাখেন মুলায়ম সিং। কিন্তু এবার সুর উল্টো কথা বলছে!

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

পরিবারেও অপর্ণাকে নিয়ে অস্বস্তির শেষ নেই। বার বারই সপার বিরুদ্ধে গিয়ে বিজেপির পক্ষে কথা বলতে শোনা গেছে অপর্ণাকে। এনআরসি, রাম মন্দিরের মতো ইস্যুতে বিজেপির অবস্থানকে সমর্থন করতে দেখা গিয়েছিল অপর্ণাকে।প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। রাম মন্দিরের জন্য নিজের পকেট থেকে ১১ লক্ষ টাকা অনুদানও দেনও তিনি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

এমনকী ভাইয়ের স্ত্রী’র বেসুরো প্রসঙ্গে বিপাকে দলের বর্তমান জাতীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। পরিবারে সদস্য হওয়া সত্ত্বেও কোনদিনই অখিলেশে আস্থা রাখেননি অপর্ণা। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেও দলের অন্দরে বিদ্রোহ করতে দেখা যায় অপর্ণাকে। সেবার মুলায়মই পুত্রবধূকে বুঝিয়ে দলে থাকতে বলেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে পরাস্ত হন অপর্ণা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

সুত্রের খবর, ২০২২-এ অপর্ণা যাদবের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল। মুলায়ম পুত্রবধূ অপর্ণার বিজেপিতে যোগদান করলে তা একদিকে যাদব পরিবারে ভাঙনের চিত্র স্পষ্ট করবে। অন্যদিকে ঠিক ভোটের মুখে অপর্ণার বিজেপিতে আসা গেরুয়া শিবিরকে যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সপা ছেড়ে কি এবার বিজেপিতে মুলায়ম পুত্রবধূ! অস্বস্তিতে পরিবার

আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের রাজনীতিতে চাপান-উতোর। মুলায়ম পরিবারের মধ্যেই কি এবার ভাঙনের ইঙ্গিত! অত্যন্ত সেই রকমই জল্পনা রাজনীতি মহলে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং-য়ের পুত্রবধূ অপর্ণা যাদবের এবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা স্পষ্ট। খুব শীঘ্রই সমাজবাদী পার্টিকে বিদায় জানিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে পা মেলাবেন অপর্ণা।

অপর্ণা যাদব মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। এর আগেও দলের মধ্যে থেকে বিদ্রোহ করতে দেখা গিয়েছিল অপর্ণাকে। অনেক বুঝিয়ে সুঝিয়ে অপর্ণাকে দলে ধরে রাখেন মুলায়ম সিং। কিন্তু এবার সুর উল্টো কথা বলছে!

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

পরিবারেও অপর্ণাকে নিয়ে অস্বস্তির শেষ নেই। বার বারই সপার বিরুদ্ধে গিয়ে বিজেপির পক্ষে কথা বলতে শোনা গেছে অপর্ণাকে। এনআরসি, রাম মন্দিরের মতো ইস্যুতে বিজেপির অবস্থানকে সমর্থন করতে দেখা গিয়েছিল অপর্ণাকে।প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে। রাম মন্দিরের জন্য নিজের পকেট থেকে ১১ লক্ষ টাকা অনুদানও দেনও তিনি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের ভাষণে মোদির মুখে আরএসএস-এর প্রশংসা

এমনকী ভাইয়ের স্ত্রী’র বেসুরো প্রসঙ্গে বিপাকে দলের বর্তমান জাতীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। পরিবারে সদস্য হওয়া সত্ত্বেও কোনদিনই অখিলেশে আস্থা রাখেননি অপর্ণা। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগেও দলের অন্দরে বিদ্রোহ করতে দেখা যায় অপর্ণাকে। সেবার মুলায়মই পুত্রবধূকে বুঝিয়ে দলে থাকতে বলেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে পরাস্ত হন অপর্ণা।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

সুত্রের খবর, ২০২২-এ অপর্ণা যাদবের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল। মুলায়ম পুত্রবধূ অপর্ণার বিজেপিতে যোগদান করলে তা একদিকে যাদব পরিবারে ভাঙনের চিত্র স্পষ্ট করবে। অন্যদিকে ঠিক ভোটের মুখে অপর্ণার বিজেপিতে আসা গেরুয়া শিবিরকে যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য।