পুবের কলম, মুম্বাই: ২০২২ সাল থেকে মুলতুবি থাকা মহারাষ্ট্রের পুরসভা নির্বাচন অবশেষে ফের অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জানুয়ারী রাজ্যের পুরসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৯টি পৌর কর্পোরেশন, ৩২টি জেলা কাউন্সিল এবং ৩৩৬টি পঞ্চায়েত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। পরের দিন অথার্ৎ ১৬ জানুয়ারী ভোট গণনা করা হবে।
মহারাষ্ট্রের পুরসভার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ! জানা যায়, রাজনৈতিকভাবে বৃহন্মুম্বই, পুনে এবং থানের মতো অন্যান্য বড় শহরগুলির কর্পোরেশন নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এইসমস্ত কেন্দ্রগুলি রাজ্যের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করে। এই নির্বাচন জনগণের মেজাজ এবং ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তাও প্রতিফলিত করবে বলে আশা করা হচ্ছে। আগে অবিভক্ত শিবসেনা নিয়ন্ত্রিত বিএমসি-র জন্য প্রতিযোগিতা এবার তীব্র। বিএমসি কেবল দেশের বৃহত্তম নয়, এশিয়ার সবচেয়ে ধনী পৌরসংস্থা। কয়েকটি ছোট রাজ্যের বার্ষিক বাজেটের চেয়েও বড়। তবে এবার বিজেপি শিবির একনাথ শিন্দের শিবসেনা গোষ্ঠীকে ছাড়িয়ে গিয়ে বিএমসি-র রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে। বিএমসি-র মেয়র পদে কে বসবেন! জানতে চাইলে শিন্ডে সাবধানী হয়ে বলেন, মেয়র মহায়ুতিরই হবেন।
বিরোধী দল মহা বিকাশ আঘাদিও নির্বাচনের জন্য লড়াই করছে, যা বিশেষত উদ্ধব ঠাকরের শিবসেনা, ইউবিটি এবং কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে তাদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে এই নির্বাচন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কয়েক দশক পরে ঠাকরে ভাই উদ্ধব এবং রাজ ঠাকরে একত্রিত হওয়ার ভিত্তিতে নাগরিক নির্বাচনগুলিও ভিত্তি হয়ে উঠেছে। তবে তাদের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা এখনও হয়নি। মুম্বই, পুনে এবং থানের মতো বড় শহরগুলিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন ২০২২ থেকে মুলতুবি রয়েছে। ওবিসি সংরক্ষণ এবং ওয়ার্ড পুনর্সীমানা সম্পর্কিত আইনি ও প্রশাসনিক বিরোধের কারণে মুলতুবি হয়ে যায়। সুপ্রিম কোর্ট সমস্ত মুলতুবি নির্বাচন শেষ করার জন্য ৩১ জানুয়ারীর সময়সীমা নির্ধারণ করেছে। রাজ্যের ২৬৪টি পৌর কাউন্সিল এবং নগর পঞ্চায়েতের জন্য ভোটগ্রহণ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনের ফলাফল ২১ ডিসেম্বর ঘোষণা করা হবে।






























