০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে জয়লাভের পথে মোক্তাদা আল সদরের দল

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল। ‘সদরিস্ট মুভমেন্ট’র এক মুখপাত্র এখন পর্যন্ত ৭৩টি আসন জয়ের কথা জানিয়েছেন। এছাড়া আরও অনেক আসনে এগিয়ে থাকার কথা বলেছেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের ভোটে ৩২৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৭টি দলের তিন হাজার ২০০ এর বেশি প্রার্থী লড়েছেন।

রাজধানী বাগদাদসহ কয়েকটি প্রদেশের ভোট গণনা থেকে পাওয়া তথ্য এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে সোমবার পর্যন্ত ৭০টিরও বেশি আসনে জয়ী হয়েছেন ‘সদরিস্ট মুভমেন্ট’র প্রার্থীরা। স্থানীয় গণমাধ্যমও একই তথ্য দিচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মোক্তাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তি মুক্ত দেশ করার অঙ্গীকার করছেন তিনি। আল সদর বলেন, ‘আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাবো, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।’ এসময় বিজয় মিছিলে অস্ত্র ছাড়াই অংশ নিয়ে আনন্দ উদযাপনের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রভাবশালী এই রাজনীতিক।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মোক্তাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তি মুক্ত দেশ করার অঙ্গীকার করছেন তিনি। আল সদর বলেন, ‘আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাবো, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।’ এসময় বিজয় মিছিলে অস্ত্র ছাড়াই অংশ নিয়ে আনন্দ উদযাপনের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রভাবশালী এই রাজনীতিক।

ইরানপন্থী রাজনৈতিক দলগুলি অবশ্য বলেছে এই জয় তারা মানে না। এই নির্বাচনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

মাঝরাতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে দিল্লিতে সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরাকে জয়লাভের পথে মোক্তাদা আল সদরের দল

আপডেট : ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে শিয়া সম্প্রদায়ের নেতা মোক্তাদা আল-সদরের দল। ‘সদরিস্ট মুভমেন্ট’র এক মুখপাত্র এখন পর্যন্ত ৭৩টি আসন জয়ের কথা জানিয়েছেন। এছাড়া আরও অনেক আসনে এগিয়ে থাকার কথা বলেছেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের ভোটে ৩২৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৭টি দলের তিন হাজার ২০০ এর বেশি প্রার্থী লড়েছেন।

রাজধানী বাগদাদসহ কয়েকটি প্রদেশের ভোট গণনা থেকে পাওয়া তথ্য এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে সোমবার পর্যন্ত ৭০টিরও বেশি আসনে জয়ী হয়েছেন ‘সদরিস্ট মুভমেন্ট’র প্রার্থীরা। স্থানীয় গণমাধ্যমও একই তথ্য দিচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মোক্তাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তি মুক্ত দেশ করার অঙ্গীকার করছেন তিনি। আল সদর বলেন, ‘আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাবো, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।’ এসময় বিজয় মিছিলে অস্ত্র ছাড়াই অংশ নিয়ে আনন্দ উদযাপনের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রভাবশালী এই রাজনীতিক।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মোক্তাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তি মুক্ত দেশ করার অঙ্গীকার করছেন তিনি। আল সদর বলেন, ‘আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাবো, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।’ এসময় বিজয় মিছিলে অস্ত্র ছাড়াই অংশ নিয়ে আনন্দ উদযাপনের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রভাবশালী এই রাজনীতিক।

ইরানপন্থী রাজনৈতিক দলগুলি অবশ্য বলেছে এই জয় তারা মানে না। এই নির্বাচনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ।