২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহাজোট জয়ী হলে বিহারে মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারেন, ইঙ্গিত তেজস্বীর, ‘অপেক্ষা করুন, দেখুন কী হয়’

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 79

 

বিহারের নির্বাচনে মহাজোট যদি জয়ী হয়, তাহলে রাজ্যে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। জোটের তরফে ইতিমধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রী প্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) প্রধান মুকেশ সহনিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে ইংরেজি সংবাদমাধ্যম Mint-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেজস্বী জানান, যদি তাঁরা ক্ষমতায় আসেন, তাহলে একজন মুসলিমকেও উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।

তিনি বলেন, “কে বলেছে দেরি হয়েছে? সবকিছুরই একটা সময় ও প্রেক্ষাপট আছে। বরং আমরা এনডিএর থেকেও এগিয়ে আছি। তারা এখনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। অমিত শাহ পর্যন্ত বলেছেন, ফল ঘোষণার পর এমএলএরা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, বিহারের মানুষও স্পষ্ট জানেন আমরা কার পক্ষে।”

কংগ্রেস তাঁর নাম ঘোষণায় দ্বিধা করেছিল কি না, এমন প্রশ্নে তেজস্বী বলেন, “না, মোটেও না। আগেই ঠিক হয়েছিল আমি মহাজোটের সমন্বয় কমিটির চেয়ারম্যান হব। ২০২০ সালের নির্বাচনের সময়ও তারা আমাকে বিশ্বাস করেছিল, এবারও তাই হয়েছে।”

তিনি আরও বলেন, “আশোক গেহলটজি প্রেস কনফারেন্সে বলেছিলেন, জোটে একাধিক উপমুখ্যমন্ত্রীর মুখ থাকবে। বিজেপি একটি ইবিসি প্রতিনিধি উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণায় আপত্তি তুলেছে, এমনকি আমাদের আইটি সেলকে ট্রোলও করছে। কিন্তু আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। অপেক্ষা করুন, দেখা যাক, উপমুখ্যমন্ত্রী যেকোনো সম্প্রদায় থেকেই হতে পারেন।”

উল্লেখ্য, বিহারে ভোটগ্রহণ হবে দুই দফায়, ৬ ও ১১ নভেম্বর, আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাজোট জয়ী হলে বিহারে মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারেন, ইঙ্গিত তেজস্বীর, ‘অপেক্ষা করুন, দেখুন কী হয়’

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

 

বিহারের নির্বাচনে মহাজোট যদি জয়ী হয়, তাহলে রাজ্যে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী হতে পারেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। জোটের তরফে ইতিমধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রী প্রার্থী এবং বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) প্রধান মুকেশ সহনিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে।

তবে ইংরেজি সংবাদমাধ্যম Mint-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেজস্বী জানান, যদি তাঁরা ক্ষমতায় আসেন, তাহলে একজন মুসলিমকেও উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।

তিনি বলেন, “কে বলেছে দেরি হয়েছে? সবকিছুরই একটা সময় ও প্রেক্ষাপট আছে। বরং আমরা এনডিএর থেকেও এগিয়ে আছি। তারা এখনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। অমিত শাহ পর্যন্ত বলেছেন, ফল ঘোষণার পর এমএলএরা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। আমাদের মধ্যে কোনো বিভ্রান্তি নেই, বিহারের মানুষও স্পষ্ট জানেন আমরা কার পক্ষে।”

কংগ্রেস তাঁর নাম ঘোষণায় দ্বিধা করেছিল কি না, এমন প্রশ্নে তেজস্বী বলেন, “না, মোটেও না। আগেই ঠিক হয়েছিল আমি মহাজোটের সমন্বয় কমিটির চেয়ারম্যান হব। ২০২০ সালের নির্বাচনের সময়ও তারা আমাকে বিশ্বাস করেছিল, এবারও তাই হয়েছে।”

তিনি আরও বলেন, “আশোক গেহলটজি প্রেস কনফারেন্সে বলেছিলেন, জোটে একাধিক উপমুখ্যমন্ত্রীর মুখ থাকবে। বিজেপি একটি ইবিসি প্রতিনিধি উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণায় আপত্তি তুলেছে, এমনকি আমাদের আইটি সেলকে ট্রোলও করছে। কিন্তু আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। অপেক্ষা করুন, দেখা যাক, উপমুখ্যমন্ত্রী যেকোনো সম্প্রদায় থেকেই হতে পারেন।”

উল্লেখ্য, বিহারে ভোটগ্রহণ হবে দুই দফায়, ৬ ও ১১ নভেম্বর, আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর।