০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমার ধর্ম সত্য আর অহিংসার উপর প্রতিষ্ঠিত, সাজা ঘোষণার পর ট্যুইট রাহুল গান্ধির

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 50

পুবের কলম,ওয়েবডেস্ক: আমার ধর্ম সত্য আর অহিংসার উপর প্রতিষ্ঠিত। মোদি পদবি সংক্রান্ত মানহানির মামলায় ২ বছরের সাজা হওয়ার পর মহাত্মা গান্ধির এই মন্তব্য ট্যুইট করলেন রাহুল গান্ধি।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘ মোদি’ হয় কেন?’’ নীরব মোদির সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত  হলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে তার সাংসদ পদ খারিজেরও সম্ভাবনা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভায় সোচ্চার বিজেপি। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের জন্য কয়েক বছর আগে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত তিনি। তাঁর উপস্থিতিতেই সুরাটের জেলা আদালতে এই সাজা ঘোষণা করেন। তবে ৩০ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ অক্টোবর এই মামলায় গুজরাতের সুরাট আদালতে হাজির হয়েছিলেন রাহুল গান্ধি। সেই সময় তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বিচারককে জানিয়েছিলেন তিনি কোনও ভুল করেননি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমার ধর্ম সত্য আর অহিংসার উপর প্রতিষ্ঠিত, সাজা ঘোষণার পর ট্যুইট রাহুল গান্ধির

আপডেট : ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমার ধর্ম সত্য আর অহিংসার উপর প্রতিষ্ঠিত। মোদি পদবি সংক্রান্ত মানহানির মামলায় ২ বছরের সাজা হওয়ার পর মহাত্মা গান্ধির এই মন্তব্য ট্যুইট করলেন রাহুল গান্ধি।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘ মোদি’ হয় কেন?’’ নীরব মোদির সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত  হলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে তার সাংসদ পদ খারিজেরও সম্ভাবনা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভায় সোচ্চার বিজেপি। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের জন্য কয়েক বছর আগে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত তিনি। তাঁর উপস্থিতিতেই সুরাটের জেলা আদালতে এই সাজা ঘোষণা করেন। তবে ৩০ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ অক্টোবর এই মামলায় গুজরাতের সুরাট আদালতে হাজির হয়েছিলেন রাহুল গান্ধি। সেই সময় তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বিচারককে জানিয়েছিলেন তিনি কোনও ভুল করেননি।