Myanmar : মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

- আপডেট : ৩১ মার্চ ২০২৫, সোমবার
- / 70
নতুন ভূমিকম্পে আতঙ্ক
পুবের কলম ওয়েবডেস্ক: মায়ানমারে (Myanmar) শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মিন অং হ্লাইং। এর মধ্যেই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) দাবি করল, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। মায়ানমারের (Myanmar) দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় ভূমিকম্পে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন ধূলিসাৎ হয়ে গেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছোতে পারেনি। উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও সেখানে নেই। শহরটির শ্মশানগুলোতে মৃতদেহের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সৎকার করতে হিমশিম খেতে হচ্ছে। মায়ানমার নাও – এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ানিকান, টাউং-ইন এবং মিয়াউক-ইন-এর মতো প্রধান কবরস্থানগুলো মৃতদেহের চাপে উপচে পড়ছে।
আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে উদ্ধারকার্যে অপারেশন ‘ব্রহ্মা’
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, এটি মায়ানমারে (Myanmar) কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এটি এতটাই শক্তিশালী ছিল যে ব্যাঙ্ককের মতো শত শত কিলোমিটার দূরের শহরেও ভবনগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। ব্যাঙ্ককে ভেঙে পড়া ৩০ তল নির্মীয়মাণ ভবনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা বেশির ভাগেরই হয়তো মৃত্যু হয়েছে। এমনটাই আশঙ্কা করছে ব্যাঙ্কক পুলিশ। গত শুক্রবারের ভূমিকম্পে চোখের নিমেষে ভেঙে গুঁড়িয়ে যায় তাইল্যান্ডের রাজধানীর ওই বহুতলটি। তার পর থেকে প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। এখনও অন্তত ৫০ জন ওই ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে সময় যত এগোচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে। রবিবার দুপুরে ব্যাঙ্কক পুলিশও সেই আশঙ্কার কথাই জানিয়েছে। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে ব্যাঙ্কক পুলিশ জানিয়েছে, জীবিত কারও সন্ধান পাওয়ার সম্ভাবনা এক শতাংশেরও কম।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রবিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৩৮ মিনিটে মায়ানমারের (Myanmar) মান্দালয়ের ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাটারা টাউনশিপে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।