মোক্তার হোসেন মন্ডল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরের আগে রাজ্য সরকার নাগা সংগঠন (Naga apex body) ইউনাইটেড নগা কাউন্সিল-কে বাণিজ্যিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সোমবার মধ্যরাত থেকে সমস্ত নগা অধ্যুষিত অঞ্চলে এই অবরোধ চালু করেছে UNC।
সংগঠনটি ভারত-মায়ানমার সীমান্তে বেড়া দেওয়া এবং ফ্রি মুভমেন্ট রেজিম (FMR) বাতিলের প্রতিবাদে এই পদক্ষেপ করেছে। রাজ্যের মুখ্যসচিব ড. পুনীত কুমার গোয়েল ইউনাইটেড নগা কাউন্সিল-র সভাপতি নগ লরহো-কে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে ইউনাইটেড নগা কাউন্সিল-র সঙ্গে আলোচনা চালাচ্ছে। UNC-র জমা দেওয়া বিভিন্ন স্মারকলিপি ও দাবি-দাওয়াও গ্রহণ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্র ইউনাইটেড নগা কাউন্সিল-র উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং সীমান্তে বেড়ার কাজ শুরু করার আগে তাদের সঙ্গে পরামর্শ চালিয়ে যাবে। এ জন্য খুব শিগগিরই একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।






























