০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৬০ বছর ধরে ঘুমান না নাক থাই এনগক

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার
  • / 38

পুবের কলম,ওয়েবডেস্ক: এক-দুই বছর নয়, পুরো ৬০ বছর ঘুমাননি ৮০ বছর বয়সি ভিয়েতনামি নাক থাই এনগক। তার দাবি, ৬০ বছরে একবারের জন্যও ঘুমাননি। তার পরিবার ও প্রতিবেশীরা তাকে কখনই ঘুমাতে দেখেনি। টাইমস নাউ নিউজ জানিয়েছে, ছোটবেলায় এনগকের একবার ভয়াবহ জ্বর হয়েছিল। আর এরপর থেকে কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি। ১৯৬২ সাল থেকে তিনি এরকম না ঘুমিয়েই আছেন। এ জন্য প্রচুর চিকিৎসক দেখিয়েছেন তিনি। অনেক রকম টেস্টও হয়েছে। কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি। একটানা ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন থাই এনগক। এ ব্যাপারে থাই জানান, সারাদিন গ্রিন টি ও রাইস ওয়াইন খেয়ে থাকেন তিনি। আর এটাই তাকে শক্তি দেয়।

ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময় হাত হারিয়েছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্য দিয়ে থাই গিয়েছিলেন, সেই ট্রমা থেকে তিনি আর বের হতে পারেননি। আর এ কারণেই তিনি ঘুমাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০ বছর ধরে ঘুমান না নাক থাই এনগক

আপডেট : ৩ জুলাই ২০২৩, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এক-দুই বছর নয়, পুরো ৬০ বছর ঘুমাননি ৮০ বছর বয়সি ভিয়েতনামি নাক থাই এনগক। তার দাবি, ৬০ বছরে একবারের জন্যও ঘুমাননি। তার পরিবার ও প্রতিবেশীরা তাকে কখনই ঘুমাতে দেখেনি। টাইমস নাউ নিউজ জানিয়েছে, ছোটবেলায় এনগকের একবার ভয়াবহ জ্বর হয়েছিল। আর এরপর থেকে কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি। ১৯৬২ সাল থেকে তিনি এরকম না ঘুমিয়েই আছেন। এ জন্য প্রচুর চিকিৎসক দেখিয়েছেন তিনি। অনেক রকম টেস্টও হয়েছে। কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি। একটানা ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন থাই এনগক। এ ব্যাপারে থাই জানান, সারাদিন গ্রিন টি ও রাইস ওয়াইন খেয়ে থাকেন তিনি। আর এটাই তাকে শক্তি দেয়।

ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময় হাত হারিয়েছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্য দিয়ে থাই গিয়েছিলেন, সেই ট্রমা থেকে তিনি আর বের হতে পারেননি। আর এ কারণেই তিনি ঘুমাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।