বিশ্বের প্রতিভাধর পড়ুয়াদের তালিকায় প্রথম হয়েছে ভারতীয় বংশোদ্ভুত নাতাশা

- আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকা হোক বা ইউরোপ, বিশ্বের যে কোনো দেশ সম্মান জানিয়েছে ভারতের মেধাকে। ঠিক যে কারণে প্রতি বছর ভারত থেকে কয়েক লক্ষ মেধাবি ছেলে-মেয়েকে কাজের সুযোগ দেয় উন্নত দেশগুলি। এই ধারা অক্ষুণ্ণ রেখে বিশ্বের ৭৬ টি দেশের ১৫ হাজার মেধাবি পড়ুয়াকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় বংশোদ্ভুত নাতাশা পেরিয়ানয়াগ্রাম। মাত্র ১৩ বছর বয়সে বিশ্বের তাবড় মেধাবি পড়ুয়াদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেরার সেরা খেতাব জিতে নিয়েছে নাতাশা। এই ১৫ হাজার পড়ুয়াদের মধ্যে তাকেই ‘ওয়ার্ল্ডস্ ব্রাইটেস্ট’-এর খেতাব দিয়েছে আমেরিকার জনস্ হপকিনস্ সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ (সিটিওয়াই) নামে একটি সংস্থা।
প্রতিবছর মেধাবী পড়ুয়াদের জন্য একটি প্রতিযোগীতার আয়োজন করে সিটিওয়াই। সমবয়সীদের থেকে যাদের জ্ঞানের ভান্ডার অনেকটাই বেশি তারাই এই প্রতিযোগীতায় অংশ নেয়। অর্থাৎ এখানে অংশ্রগ্রহণকারী কোনো পড়ুয়া পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেলে দেখা যায় আদপে সে সপ্তম বা অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সিলেবাসও আয়ত্ত করে ফেলেছে। এই প্রতিযোগীতায় আগেও অংশগ্রহণ করেছিল নাতাশা। গত বছরও এই প্রযোগীতায় প্রথম হয়েছিল নাতাশা আর এবারও সে নিজের স্থান ধরে রেখেছে। নিউ জার্সিতে বাবা-মায়ের সঙ্গে থাকে নাতাশা। সে ফ্লোরেন্স এম গউডিনিয়ার মিডল স্কুলের ছাত্রী। নাতাশার বাবা-মা চেন্নাই থেকে নিউ জার্সি পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর আগে। তার বাবা-মা জানিয়েছেন, নাতাশা পড়াশোনার বাইরে ছবি আঁকতে ও জে আর আর টকিনের উপন্যাস পড়তে পছন্দ করে। তার এই সাফল্যে খুশি পরিবার ও স্কুল কর্তৃপক্ষ। নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন সিটিওয়াই এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড . অ্যামি শেলটন ।