৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাথুরাম গডসের ফাঁসির দিন ‘বলিদান দিবস’ হিসেবে পালন করল হিন্দুত্ববাদী সংঘটনগুলি, নিন্দায় সরব কংগ্রেস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 49

 

 

আরও পড়ুন: কানওয়ার যাত্রা: দোকানদের কেউ মুসলিম কিনা জানতে পথে হিন্দুত্ববাদী সংগঠনগুলি

 

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের আপত্তি, যোগী রাজ্যে ইফতারের সময়সূচি ঘোষণা করে গ্রেফতার ৯

পুবের কলম ওয়েবডেস্ক: জাতিরজনক মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের ফাঁসির দিনটিকে ‘ বলিদান দিবস’ হিসেবে পালন করলো হিন্দু মহাসভা।  ১৯৪৯ সালের ১৫ নভেম্বর আরএসএসের প্রাক্তন কর্মী ও সাভারকরের শিষ্য গডসের মৃত্যুদিন। এইদিন রীতিমতো গডসের ছবিতে মালা দিয়ে প্রার্থনা করে গোয়ালিয়রে সাড়ম্বরে এদিনটি পালন করে হিন্দু মহাসভা।

 

https://twitter.com/HindutvaWatchIn/status/1592463176859529219?s=20&t=G87lA3N7UEy-njs2W9RuuA

এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অরুণ যাদব দাবি তুলেছেন অভিযুক্তদের চিহ্নিত করে দায়ের করা হোক এফআইআর। এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং  চৌহান কে কড়া ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে।কংগ্রসের পক্ষ থেকে বলা হয়েছে  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত এই দেশদ্রোহী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া পদক্ষেপ করা।”

শুধু মধ্যপ্রদেশই নয় মহারাষ্ট্রেও নাথুরাম গডসের ফাঁসির দিনটি শৌর্যদিবস হিসেবে পালন করা হয় । মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। আয়োজন করা হয় একটি আলোচনা সভারও। তাতে এই দিনকে দেশে শৌর্য দিবস হিসেবে পালনের দাবি ওঠে। এ ছাড়াও আরও একাধিক জায়গা থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গডসের মৃত্যুদিবস পালন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।করণী সেনার একটি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি মহারাষ্ট্রের পানভেলের বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, করণী সেনার কর্মকর্তারা ফুল-মালা দিচ্ছেন গডসের ছবির সামনে। মুহুর্মুহু স্লোগান উঠছে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাথুরাম গডসের ফাঁসির দিন ‘বলিদান দিবস’ হিসেবে পালন করল হিন্দুত্ববাদী সংঘটনগুলি, নিন্দায় সরব কংগ্রেস

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: কানওয়ার যাত্রা: দোকানদের কেউ মুসলিম কিনা জানতে পথে হিন্দুত্ববাদী সংগঠনগুলি

 

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের আপত্তি, যোগী রাজ্যে ইফতারের সময়সূচি ঘোষণা করে গ্রেফতার ৯

পুবের কলম ওয়েবডেস্ক: জাতিরজনক মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের ফাঁসির দিনটিকে ‘ বলিদান দিবস’ হিসেবে পালন করলো হিন্দু মহাসভা।  ১৯৪৯ সালের ১৫ নভেম্বর আরএসএসের প্রাক্তন কর্মী ও সাভারকরের শিষ্য গডসের মৃত্যুদিন। এইদিন রীতিমতো গডসের ছবিতে মালা দিয়ে প্রার্থনা করে গোয়ালিয়রে সাড়ম্বরে এদিনটি পালন করে হিন্দু মহাসভা।

 

https://twitter.com/HindutvaWatchIn/status/1592463176859529219?s=20&t=G87lA3N7UEy-njs2W9RuuA

এই ঘটনায় ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অরুণ যাদব দাবি তুলেছেন অভিযুক্তদের চিহ্নিত করে দায়ের করা হোক এফআইআর। এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং  চৌহান কে কড়া ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে।কংগ্রসের পক্ষ থেকে বলা হয়েছে  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত এই দেশদ্রোহী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া পদক্ষেপ করা।”

শুধু মধ্যপ্রদেশই নয় মহারাষ্ট্রেও নাথুরাম গডসের ফাঁসির দিনটি শৌর্যদিবস হিসেবে পালন করা হয় । মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। আয়োজন করা হয় একটি আলোচনা সভারও। তাতে এই দিনকে দেশে শৌর্য দিবস হিসেবে পালনের দাবি ওঠে। এ ছাড়াও আরও একাধিক জায়গা থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গডসের মৃত্যুদিবস পালন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।করণী সেনার একটি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি মহারাষ্ট্রের পানভেলের বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, করণী সেনার কর্মকর্তারা ফুল-মালা দিচ্ছেন গডসের ছবির সামনে। মুহুর্মুহু স্লোগান উঠছে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’।