০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নের দুপুরের বুলেটিন: বালেশ্বরে ৭০টি অ্যাম্বুল্যান্স, ৩৪ জন চিকিৎসককে পাঠাল রাজ্য

পুবের কলম ওয়েবডেস্ক : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বিপাকে পড়া যাত্রীদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছিল নবান্ন। শনিবার দুপুরে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, দুপুর ১২টা পর্যন্ত বালেশ্বরে মোট ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন ৩৪ জন চিকিৎসক। আহত যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে ১০টি বাস। চিকিৎসার সামগ্রী নিয়ে গিয়েছে ২০টি মিনি ট্রাকও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০টি অ্যাম্বুল্যান্সে করে ১২০ জন যাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। এই যাত্রীদের মধ্যে আহত ১১ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে ৫ জনকে। ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৬ জনকে। আহতদের মধ্যে ২ জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়েছে। রাজ্য থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহত যাত্রীদের উদ্ধারে তদারকি করার জন্য রাজ্যের ৪ জন আইএএস আধিকারিক, ৪ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ১ জন এসিডিপি-কেও পাঠানো হয়েছে। নবান্নে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে  তার দেখভাল করছেন আইএএস আধিকারিকেরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নের দুপুরের বুলেটিন: বালেশ্বরে ৭০টি অ্যাম্বুল্যান্স, ৩৪ জন চিকিৎসককে পাঠাল রাজ্য

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বিপাকে পড়া যাত্রীদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছিল নবান্ন। শনিবার দুপুরে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, দুপুর ১২টা পর্যন্ত বালেশ্বরে মোট ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন ৩৪ জন চিকিৎসক। আহত যাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে ১০টি বাস। চিকিৎসার সামগ্রী নিয়ে গিয়েছে ২০টি মিনি ট্রাকও। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০টি অ্যাম্বুল্যান্সে করে ১২০ জন যাত্রীকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। এই যাত্রীদের মধ্যে আহত ১১ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে ৫ জনকে। ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৬ জনকে। আহতদের মধ্যে ২ জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের প্রাথমিক চিকিৎসার পর দেওয়া হয়েছে। রাজ্য থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহত যাত্রীদের উদ্ধারে তদারকি করার জন্য রাজ্যের ৪ জন আইএএস আধিকারিক, ৪ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ১ জন এসিডিপি-কেও পাঠানো হয়েছে। নবান্নে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে  তার দেখভাল করছেন আইএএস আধিকারিকেরা।