পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির মধ্যপ্রদেশে খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৪২ লক্ষ নাম। রাজ্যের নির্বাচন কমিশন (সিইও) জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়ায় বাদ গিয়েছে প্রায় ৪২ লক্ষ নাম। প্রথম দফায় এই নাম কাটা পড়েছে।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ভোটার তালিকায় নাম ছিল প্রায় ৫ কোটি ৭৪ লক্ষ জনের। কমিশন সূত্রে খবর, রাজ্যে বৃহস্পতিবার শেষ হয়েছে এসআইআর-এর কাজ। ২৩০টি আসনে ভোটার তালিকা সংশোধনের কাজে ৪১ লক্ষ ৮০ হাজার জনের বেশি নাম কাটা গিয়েছে। ২৩ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সিইও দফতর জানিয়েছে, ভোটার তালিকা থেকে যে ৪১ লক্ষ ৮০ হাজার জনের নাম (প্রায় ৭.২৮ শতাংশ) বাদ গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২২ লক্ষ ৫০ জন স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। প্রায় সাড়ে ৮ লক্ষ জন হয় মারা গিয়েছেন বা অনুপস্থিত। এছাড়া প্রায় আড়াই লক্ষ ভোটারের নাম একাধিক ঠিকানায় নথিভুক্ত হয়েছে।
শুক্রবার কমিশন জানিয়েছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে ইন্দোর জেলায়। ওই জেলার ২৮ লক্ষ ৬৭ হাজার জনের মধ্যে বাদ যাচ্ছে প্রায় সাড়ে চার লক্ষ নাম। সেই সঙ্গে ভোপালে বাদ যেতে চলেছে প্রায় ৪ লক্ষ ৩০ হাজার জনের নাফম। গোয়ালিয়রেও প্রায় আড়াই লক্ষ নাম কাটা পড়তে চলেছে। ২৭ অক্টোবর, ২০২৫-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে মোট ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জন ভোটার ছিলেন। সকলকে ফর্ম দেওয়া হয়। এর মধ্যে ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪০ জনের নাম ডিজিটাইজ করা হয়েছে বলে জানা গিয়েছে।




























