পোলান্ডে
১৬ আগস্ট মুখোমুখি হচ্ছেন জ্যাভলিন তারকা নীরজ-আরশাদ

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 196
পুবের কলম প্রতিবেদক: প্রায় একটা বছর বাদে জ্যাভলিনের আঙিনায় ফের একবার মুখোমুখি হতে যাচ্ছেন ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আরশাদ নাদিম। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকের পর আর নীরজ ও আরশাদ মুখোমুখি হননি। বেঙ্গালুরুতে যে আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতার ডাক দিয়েছিলেন নীরজ চোপড়া, তাতে তিনি প্রথমে পাকিস্তানের আরশাদকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত পিছিয়ে আসেন ভারত পাক সংঘাতের কারণে। আরশাদেরও বেঙ্গালুরুর প্রতিযোগিতায় ভাগ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয় দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির চাপে।
তবে এবার পোলান্ডে আয়োজিত হতে চলা ডায়মন্ড লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নীরজ ও আরশাদ। উল্লেখ্য, ২০২১ সালে টোকিও অলিম্পিকে আরশাদকে পিছনে ফেলে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। সেটাই ছিল অলিম্পিকের আঙিনায় জ্যাভলিনে ভারতের প্রথম কোনও সোনার পদকজয়। ঠিক তার পরের অলিম্পিকে অর্থাৎ প্যারিসে হতাশ করেন নীরজ।
পদক পেলেও সোনা পাননি টোকিও অলিম্পিকে ভারতের সোনার ছেলে। বরং প্যারিসে ৯২ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন পাকিস্তানের আরশাদ নাদিম। একে তো অলিম্পিকের আঙিনায় এটি একটি রেকর্ড। পাশাপাশি প্রথম কোনও পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার হিসেবে অলিম্পিক থেকে সোনা পান আরশাদ নাদিম। নীরজ ও আরশাদের ব্যক্তিগত সম্পর্কও বেশ মধুর।
যদিও সাম্প্রতিক ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন দুই দেশের দুই জ্যাভলিন থ্রোয়ারকে কিছুটা দূরত্বে রেখেছে। পহেলগাঁও কাণ্ড ও তারপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, ভারত-পাক দ্বন্দ্বের পর দুই জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে সম্পর্কের কোনও ইতিবাচক কথা এখনও সামনে আসেনি। তবে পোলান্ডে তারা দুজনেই খেলবেন। এবং একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পোলিশ ভক্তরা তাই নীরজ ও আরশাদ লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন। এই লড়াই একটা সম্মানেরও বটে। কারণ ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে তৈরি হওয়া টেনশনের পর নীরজ ও আরশাদের লড়াই দুই দেশের কাছে সম্মানের একটা বড় নিদর্শন হতে চলেছে।