শীর্ষে উঠে এলেন নীরজ চোপড়া, চারে আর্শাদ

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 90
পুবের কলম ওয়েবডেস্ক: টোকিও অলিম্পিকে সোনার পদক জয় করা ভারতের জ্যাভলিন থ্রো’য়ার নীরজ চোপড়া জ্যাভলিনের বিশ্ব ক্রম তালিকায় এক নম্বরে উঠে এলেন। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা শনিবার এই তালিকা প্রকাশ করেছে। গত বছর ১৭ সেপ্টেম্বর এক নম্বর স্থানটি হারিয়েছিলেন নীরজ। সেই সময় ভারতীয় কিংবদন্তিকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছিলেন অ্যান্ডারসন পিটার্স। যিনি ব্রাসেলেস আয়োজিত ডায়মন্ড লিগে সোনা জিতে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন।
গত বছরটি নীরজের একদমই ভালো যায়নি। প্যারিস অলিম্পিকে রুপো জিতেছিলেন। তারপরে ছিটকে যান শীর্ষ স্থান থেকে। তবে গত মাসে ডায়মন্ড লিগে ভালো ফল করার পরে ফের এক নম্বর জায়গাটি দখল করলেন দেশের এই তারকা জ্যাভলিন থ্রো’য়ার।
এক নম্বরে উঠে আসার পথে নীরজ পেয়েছেন ১৪৪৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর প্রাপ্ত ™য়েন্ট ১৪৩১। জার্মানির জুলিয়ান ওয়েবার রয়েছেন তিন নম্বর স্থানে। তিনি পেয়েছেন ১৪০৭। প্যারিস অলিম্পিকে সোনা জেতা পাকিস্তানের আর্শাদ নাদিম ১৩৭০ পয়েন্ট নিয়ে রয়েছেন চার নম্বর স্থানে।
এক নম্বরে ওঠার দিনে নীরজ বললেন ভবিষ্যতে দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকে জ্যাভলিন ছুড়তে দেখলে তিনি অবাক হবেন না। ভারত-ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজ সম্প্রচারকারী চ্যানেলে নীরজ বলেন, ‘বুমরাহর যা শারীরিক গঠন এবং যেভাবে ও নিজেকে চূড়ান্ত ফিট রাখে তাতে আমার মনে হয়, বুমরাহ ক্রিকেটের মতো জ্যাভলিনেও সফল হবে। ওকে ভবিষ্যতে জ্যাভলিন ছুড়তে দেখলে আমি অন্তত অবাক হব না।’