অলোক কুমার পাত্র, প্রতিবেদক: পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলে ভারত এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে চায়। এমন খবর প্রকাশ হওয়ার পরে এই নিয়ে সোমবার বিকেলে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলেন, ‘এশিয়া কাপ ও মহিলাদের এমার্জিং এশিয়া কাপে না খেলা নিয়ে কিছু খবর সামনে এসেছে। এই খবরের কোনও সত্যতা নেই। এই ইভেন্টগুলিতে ভারতীয় দল অংশ নেবে কিনা, তাই নিয়ে বোর্ড এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।’ একই সঙ্গে দেবজিৎ আরও বলেন, ‘বলা হচ্ছে, এই বিষয়ে বোর্ড এসিসিকে চিঠি দিয়েছে। আমরা কোনও চিঠি দিইনি। এই মুহূর্তে আমরা আইপিএল ও আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে ব্যস্ত রয়েছি।’
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত































