০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই, কুঁড়েতেই দিন যাপন পদ্মশ্রী ভূষিত বৃদ্ধা শিল্পী যোধাইয়া বাই বাইগার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের উমারিয়া জেলার যোধাইয়া বাই বাইগা একজন স্বনামধন্য আদিবাসী সম্প্রদায়ভুক্ত শিল্পী। দেশের বাইরেও পরিচিত তাঁর নাম। দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে  নিরলসভাবে শিল্প সাধনায় মগ্ন এই আদিবাসী শিল্পী। স্বামীকে হারিয়ে নিজের বেঁচে থাকার অর্থ খুঁজতে একসময় রং-তুলি আঁকড়ে ধরেন যোধাইয়া বাই। ক্যানভাসে তিনি ফুটিয়ে তুলেছেন সাধারণ গ্রাম বাংলার জন জীবন। এবছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ৮৪ বছর বয়স্কা যোধাইয়া বাই বাইগা। পুরস্কারের তালিকায় ৯১ জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে একজন তিনি। গত বছরই দিল্লিতে নারী শক্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই অশীতিপর বৃদ্ধা যোধাইয়া। তখনই তাকে প্রধানমন্ত্রী মোদির তরফে পাকা বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই কথা কেউ রাখেনি।

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার লোরহা গ্রামে মাটি এবং অ্যাসবেস্টস ছাউনি দেওয়া কুঁড়েঘরে কিশোরী নাতনি রূপাকে নিয়ে থাকেন বিধবা শিল্পী যোধাইয়া বাই। রূপা জানিয়েছেন, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার কারণে তার ঠাকুমা খুশি। কিন্তু পাকা বাড়ি না পাওয়ার কারণে তিনি খুব কষ্টে আছেন।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

যোধাইয়া বাই জানিয়েছেন, তিনি ২০২২ সালে মার্চ মাসের দিকে নারী শক্তি পুরস্কারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়। যোধাইয়ার কথায়, আমি সেই সময় মোদিজীকে জড়িয়ে ধরিয়েছিলাম, পাকাবাড়ি না থাকার দুঃখের কথাও তাঁকে জানিয়েছিলাম। আমাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পাকা বাড়ি দেওয়া হবে। কিন্তু আমি এখনও মাটির বাড়িতেই থাকি।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উমারিয়া জেলা কালেক্টর কে ডি ত্রিপাঠি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জন্য নির্বাচিতদের তালিকায় নাম নেই যোধাইয়া বাই বাইগার। তবে পদ্মশ্রী পুরস্কার আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা এক ব্যাপার নয়।

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই, কুঁড়েতেই দিন যাপন পদ্মশ্রী ভূষিত বৃদ্ধা শিল্পী যোধাইয়া বাই বাইগার

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের উমারিয়া জেলার যোধাইয়া বাই বাইগা একজন স্বনামধন্য আদিবাসী সম্প্রদায়ভুক্ত শিল্পী। দেশের বাইরেও পরিচিত তাঁর নাম। দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে  নিরলসভাবে শিল্প সাধনায় মগ্ন এই আদিবাসী শিল্পী। স্বামীকে হারিয়ে নিজের বেঁচে থাকার অর্থ খুঁজতে একসময় রং-তুলি আঁকড়ে ধরেন যোধাইয়া বাই। ক্যানভাসে তিনি ফুটিয়ে তুলেছেন সাধারণ গ্রাম বাংলার জন জীবন। এবছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন ৮৪ বছর বয়স্কা যোধাইয়া বাই বাইগা। পুরস্কারের তালিকায় ৯১ জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে একজন তিনি। গত বছরই দিল্লিতে নারী শক্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই অশীতিপর বৃদ্ধা যোধাইয়া। তখনই তাকে প্রধানমন্ত্রী মোদির তরফে পাকা বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই কথা কেউ রাখেনি।

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার লোরহা গ্রামে মাটি এবং অ্যাসবেস্টস ছাউনি দেওয়া কুঁড়েঘরে কিশোরী নাতনি রূপাকে নিয়ে থাকেন বিধবা শিল্পী যোধাইয়া বাই। রূপা জানিয়েছেন, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার কারণে তার ঠাকুমা খুশি। কিন্তু পাকা বাড়ি না পাওয়ার কারণে তিনি খুব কষ্টে আছেন।

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

যোধাইয়া বাই জানিয়েছেন, তিনি ২০২২ সালে মার্চ মাসের দিকে নারী শক্তি পুরস্কারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়। যোধাইয়ার কথায়, আমি সেই সময় মোদিজীকে জড়িয়ে ধরিয়েছিলাম, পাকাবাড়ি না থাকার দুঃখের কথাও তাঁকে জানিয়েছিলাম। আমাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পাকা বাড়ি দেওয়া হবে। কিন্তু আমি এখনও মাটির বাড়িতেই থাকি।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

উমারিয়া জেলা কালেক্টর কে ডি ত্রিপাঠি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জন্য নির্বাচিতদের তালিকায় নাম নেই যোধাইয়া বাই বাইগার। তবে পদ্মশ্রী পুরস্কার আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকা এক ব্যাপার নয়।

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি