১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিকাহ সারলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্কঃ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। জীবনসঙ্গীর নাম অসর মালিক।পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা অসর। বার্মিংহামে নিতান্তই এক ঘরোয়া অনুষ্ঠানে নিকাহ সারলেন মালালা।

মঙ্গলবার অসরের সঙ্গে তাঁর বিয়ের খবর টুইটারে াশজানান নোবেলজয়ী। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’

আরও পড়ুন: সারা বিশ্বে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগে নোবেলজয়ী মালালা

নিকাহ সারলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই

যদিও মালালার বিবাহ অনুষ্ঠানে সে ভাবে কোন আড়ম্বর ছিলনা। মালালার পরণে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ, মাথা ঢাকা ছিল ওড়নায়। অসর পরেছিলেন ডিপ ব্ল্যক স্যুট।

আরও পড়ুন: ফের আইনি জটিলতায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, ৫০ কোটি টাকা দেওয়ার নির্দেশ কোর্টের

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা নারী শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য গুলিও খেতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: গ্রামবাসীদের প্রতিবাদের পর স্কুল থেকে সরিয়ে ফেলা হল মালালা ইউসুফজাই-এর পোস্টার

সেটা ২০১২ সাল। এর পর ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিকাহ সারলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। জীবনসঙ্গীর নাম অসর মালিক।পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা অসর। বার্মিংহামে নিতান্তই এক ঘরোয়া অনুষ্ঠানে নিকাহ সারলেন মালালা।

মঙ্গলবার অসরের সঙ্গে তাঁর বিয়ের খবর টুইটারে াশজানান নোবেলজয়ী। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।’

আরও পড়ুন: সারা বিশ্বে মেয়েদের খেলাধুলায় বিনিয়োগে নোবেলজয়ী মালালা

নিকাহ সারলেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই

যদিও মালালার বিবাহ অনুষ্ঠানে সে ভাবে কোন আড়ম্বর ছিলনা। মালালার পরণে ছিল পিচ রঙের সালোয়ার কামিজ, মাথা ঢাকা ছিল ওড়নায়। অসর পরেছিলেন ডিপ ব্ল্যক স্যুট।

আরও পড়ুন: ফের আইনি জটিলতায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, ৫০ কোটি টাকা দেওয়ার নির্দেশ কোর্টের

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা নারী শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য গুলিও খেতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: গ্রামবাসীদের প্রতিবাদের পর স্কুল থেকে সরিয়ে ফেলা হল মালালা ইউসুফজাই-এর পোস্টার

সেটা ২০১২ সাল। এর পর ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।