ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

- আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
- / 121
পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টে বিচারাধীন ওবিসি সংরক্ষণ মামলা। রাজ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নানা সমস্যা শুরু হয়েছে। সেই আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হল। যার জেরে আপাতত স্থগিত রাখা হল ভর্তি-প্রক্রিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার জানানো হয়েছে, আপাতত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে।
গত ১৬ মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তরফে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি দিয়ে ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের পর্যবেক্ষণের পর ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য, তা জানতে চাওয়া হয়েছিল। এরপর সোমবার বৈঠকে বসে কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি। সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সমস্ত ভর্তি-প্রক্রিয়া বন্ধ থাকবে। এ বিষয়ে আইনি পরামর্শও নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শীঘ্রই এ নিয়ে পুনরায় আলোচনায় বসবেন ভর্তি কমিটির সদস্যেরাও। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকছে।
ওবিসি সংরক্ষণ ঘিরে জটিলতার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘এমনিতে উচ্চশিক্ষা দফতর প্রায়ই কোনও না কোনও নির্দেশ দিয়ে থাকে। অথচ ওবিসি সংরক্ষণ নিয়ে বার বার উচ্চশিক্ষা দফতর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাছে জানতে চাইলেও তারা কিছু জানাচ্ছে না। ফলে সমস্য তৈরি হচ্ছে।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন। এই পরিস্থিতিতে গত বছরও যাদবপুরে ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ডিক্লারেশন নিয়ে ভর্তি নেন। ওবিসি সংরক্ষণ নিয়ে কী করণীয়, তা জানতে বেশ কয়েক দিন আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং উচ্চশিক্ষা দফতরে চিঠি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই চিঠির উত্তরেই বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়ে পালটা চিঠি পাঠানো হয়।
একই ধাঁচে ওই দুই দফতরের কাছে চিঠি পাঠিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ও। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয় এম-টেকে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে ওবিসি-র জন্য আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের বক্তব্য, ‘আমরা রাজ্য সরকারের উত্তরের অপেক্ষায় আছি। ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে, রাজ্যের উত্তর যা হবে, সেইমতোই আমরা চলব।’সেই আবহে ভর্তি-প্রক্রিয়া স্থগিত করে দিল যাদবপুর।