০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ বছর ধরে সউদিতে খেজুর বিলি করছেন বৃদ্ধ

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ৪০ বছর ধরে পবিত্র শহর মদিনায় খেজুর, হালুয়া, গাহওয়া-সহ (আরবি কফি) নানান জরুরি সামগ্রী বিনামূল্যে বিতরণ করে চলেছেন সিরিয়ান বৃদ্ধ ইসমাইল আল-জাইম। তাঁর বয়স ১০০ বছরের কাছাকাছি। তাঁর গাল ভরা হাসি দেখলেই পথচারীরা থমকে দাঁড়ান। তখন বৃদ্ধের কাছে কেউ গেলেই তার হাতে উঠে আসে সুস্বাদু খেজুর। এরকমভাবেই ৪০ বছর ধরে মুসল্লি, পর্যটক-সহ পথচলতি সব মানুষকে খেজুর উপহার দিয়ে যাচ্ছেন তিনি। মদিনার বেশকয়েকটি রাস্তায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লি ও পথচারীদের খেজুর, হালুয়া, আরবি কফি ও পানি উপহার দিতে বসে থাকেন তিনি। তবে বেশিরভাগ সময়ই তাঁকে দেখা যায় পবিত্র মসজিদে নববীর পাশে। সিরীয় এই বৃদ্ধের নাম ইসমাইল আল-জাইম (৯৫)। অন্তত ৫০ বছর ধরে সউদি আরবে বসবাস করছেন। দীর্ঘ প্রবাস জীবনের চার দশক ধরে সব বয়সের মুসল্লিদের ক্লান্তি দূর করতে মসজিদে মসজিদে নানা খাবার ও সামগ্রী নিয়ে বসে থেকেছেন তিনি। এই কাজে ইসমাইলকে তাঁর সন্তানরা সহযোগিতা করেন।*সম্প্রতি সাশ্যাল মিডিয়া টিকটকে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে সেই বৃদ্ধকে সবার মাঝে কফি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘ চার দশক ধরে কারও কাছ থেকে কোনও অর্থ না নিয়েই এমন কাজ করেছেন বলে জানান তিনি।*

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০ বছর ধরে সউদিতে খেজুর বিলি করছেন বৃদ্ধ

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ৪০ বছর ধরে পবিত্র শহর মদিনায় খেজুর, হালুয়া, গাহওয়া-সহ (আরবি কফি) নানান জরুরি সামগ্রী বিনামূল্যে বিতরণ করে চলেছেন সিরিয়ান বৃদ্ধ ইসমাইল আল-জাইম। তাঁর বয়স ১০০ বছরের কাছাকাছি। তাঁর গাল ভরা হাসি দেখলেই পথচারীরা থমকে দাঁড়ান। তখন বৃদ্ধের কাছে কেউ গেলেই তার হাতে উঠে আসে সুস্বাদু খেজুর। এরকমভাবেই ৪০ বছর ধরে মুসল্লি, পর্যটক-সহ পথচলতি সব মানুষকে খেজুর উপহার দিয়ে যাচ্ছেন তিনি। মদিনার বেশকয়েকটি রাস্তায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লি ও পথচারীদের খেজুর, হালুয়া, আরবি কফি ও পানি উপহার দিতে বসে থাকেন তিনি। তবে বেশিরভাগ সময়ই তাঁকে দেখা যায় পবিত্র মসজিদে নববীর পাশে। সিরীয় এই বৃদ্ধের নাম ইসমাইল আল-জাইম (৯৫)। অন্তত ৫০ বছর ধরে সউদি আরবে বসবাস করছেন। দীর্ঘ প্রবাস জীবনের চার দশক ধরে সব বয়সের মুসল্লিদের ক্লান্তি দূর করতে মসজিদে মসজিদে নানা খাবার ও সামগ্রী নিয়ে বসে থেকেছেন তিনি। এই কাজে ইসমাইলকে তাঁর সন্তানরা সহযোগিতা করেন।*সম্প্রতি সাশ্যাল মিডিয়া টিকটকে তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে সেই বৃদ্ধকে সবার মাঝে কফি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘ চার দশক ধরে কারও কাছ থেকে কোনও অর্থ না নিয়েই এমন কাজ করেছেন বলে জানান তিনি।*