পুবের কলম ওয়েবডেস্ক : জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও হামলার পর কিছুটা থেমে গেলেও আবারও আন্দোলনের ঝড় তুলতে উদ্যোগী হলেন তিনি। এবার ঘরে ঘরে গিয়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা করেছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি. আর. গাভাইয়ের করা মন্তব্যের পরই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। বিচারপতি বলেছিলেন, “পহেলগাঁওয়ে যা ঘটেছে তা উপেক্ষা করা যায় না।”অপরদিকে ওমরের দাবি, রাজ্যের মর্যাদা ফেরানোর প্রশ্নকে ওই হামলার সঙ্গে যুক্ত করা কিন্তু একেবারেই অন্যায়। এতে নির্দোষ সাধারণ মানুষগুলোকে শাস্তি দেওয়া হচ্ছে।
শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাধীনতা দিবসে মানুষের আশা পূরণ হয়নি। আমরা আমাদের অফিসের চেয়ার ছেড়ে দিল্লির দরজায় আওয়াজ তুলতে বাধ্য হব।” ওমরের ঘোষণা, আগামী আট সপ্তাহে জম্মু-কাশ্মীরের ৯০টি বিধানসভা এলাকায় প্রতিটি ঘরে কড়া নেড়ে প্রশ্ন করা হবে— “আপনারা কি চান না জম্মু-কাশ্মীর আবার রাজ্য হোক?” এই অভিযানে ২০টি জেলার প্রতিটি গ্রাম থেকে জনসমর্থন জোগাড় করা হবে। সংগৃহীত স্বাক্ষর কেন্দ্র সরকার ও সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
পিডিপি বিধায়ক ওয়াহিদ পাররা, ওমরের এই উদ্যোগকে কিন্তু তীব্র কটাক্ষ করেছেন।তিনি বলেন, “ওমর আবদুল্লার উচিত ছিল স্বাক্ষর অভিযান নয়, বরং জনগণের কাছে ক্ষমা চাওয়া। ৫০ জন বিধায়কের সমর্থন নিয়েও তিনি রাজ্যের মর্যাদার লড়াইকে প্রহসনে পরিণত করেছেন। আসলে এটি কিন্তু একপ্রকারের বিশ্বাসঘাতকতা।”






























