সংসদ ভবনের উদ্বোধন বয়কটে তৃণমূল, আপ সহ বিরোধীরা

- আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
- / 15
পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের।২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই অনুষ্ঠান বয়কটের ডাক দিল কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ–সহ দেশের ১৯টি বিরোধীদল।
বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ–সহ দেশের ১৯টি বিরোধী রাজনৈতিক দল লিখিত বিবৃতি প্রকাশ করে। সেখানে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়। উল্লেখ করা হয় ঠিক কী কারণে তাঁরা এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন। সমালোচনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। যৌথভাবে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করা হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘সবক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। সেই বার্তা পৌঁছে দেওয়া হবে দেশবাসীর কাছে।’
প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রশ্ন তুলেছিল। উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার এটাও একটা কারণ।