১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ ভবনের উদ্বোধন বয়কটে তৃণমূল, আপ সহ বিরোধীরা

পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের।২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই অনুষ্ঠান বয়কটের ডাক দিল কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ–সহ দেশের ১৯টি বিরোধীদল।

বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ–সহ দেশের ১৯টি বিরোধী রাজনৈতিক দল লিখিত বিবৃতি প্রকাশ করে। সেখানে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়। উল্লেখ করা হয় ঠিক কী কারণে তাঁরা এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন। সমালোচনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‌সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। যৌথভাবে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করা হচ্ছে।’

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

বিবৃতিতে বলা হয়েছে, ‘সবক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ‌সেই বার্তা পৌঁছে দেওয়া হবে দেশবাসীর কাছে।’‌

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রশ্ন তুলেছিল। উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার এটাও একটা কারণ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদ ভবনের উদ্বোধন বয়কটে তৃণমূল, আপ সহ বিরোধীরা

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের।২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই অনুষ্ঠান বয়কটের ডাক দিল কংগ্রেস, তৃণমূল, শিবসেনা, আপ–সহ দেশের ১৯টি বিরোধীদল।

বুধবার সকালে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সিপিএম, এনসিপি, আপ–সহ দেশের ১৯টি বিরোধী রাজনৈতিক দল লিখিত বিবৃতি প্রকাশ করে। সেখানে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়। উল্লেখ করা হয় ঠিক কী কারণে তাঁরা এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিলেন। সমালোচনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‌সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে। তাই নতুন ভবনের কোনও অর্থ আমাদের কাছে নেই। যৌথভাবে নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করা হচ্ছে।’

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

বিবৃতিতে বলা হয়েছে, ‘সবক্ষেত্রে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ‌সেই বার্তা পৌঁছে দেওয়া হবে দেশবাসীর কাছে।’‌

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। যা নিয়ে তৃণমূল, কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রশ্ন তুলেছিল। উদ্বোধন অনুষ্ঠান বয়কট করার এটাও একটা কারণ।