৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১০০ টাকায় কলকাতায় রাত্রি যাপনের ব্যবস্থা হজ কমিটির

আবদুল ওদুদঃ সারা বছরই শহর কলকাতায় আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ আসেন চিকিৎসা করাতে– আবার কেউ আসেন চাকরীর পরীক্ষা দিতে– আবার কেউ আসেন ব্যবসায়িক কারনে। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা  যায়– যারা চিকিৎসা সংক্রান্ত কিংবা চাকরীর পরীক্ষা দিতে আসেন তারা কলকাতায় রাত্রি যাপন নিয়ে নানান সমস্যার সম্মুখীন হন। যারা এই ধরণের সমস্যার মধ্যে পড়েন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

রাজ্য হজ কমিটি মাত্র ১০০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করেছে। রাজ্য হজ কমিটির কৈখালি  হজ টাওয়ার এবং পার্ক সার্কাস হজ হাউসে থাকার জন্য এই ব্যবস্থা করেছে হজ কমিটি।

রাজ্য হজ কমিটি সূত্রে জানা গেছে– যারা রাজ্য হজ কমিটির এই সুবিধা গ্রহন করতে ইচ্ছুক তারা হোয়াটস অ্যাপ কিংবা ই-মেইলে  আগে আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে তাদের থাকার বিষয়টি  বিবেচনা করা হবে। তবে কোন আবেদনকারিকে  টানা থাকতে দেওয়া হবে না। সর্বোচ্চ থাকতে পারবেন ২–৩ অথবা ৪দিন। আবেদনকারীরা কি কাজে কলকাতায় আসছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্য হজ কমিটিকে পাঠাতে হবে। তবেই আবেদনকারীকে থাকার অনুমতি দেবে রাজ্য হজ কমিটি।

এছাড়াও কেবলমাত্র পুরুষ নয়– মহিলারা থাকতে পারবেন। তাদের জন্য সম্পূর্ণ আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। ভিন্ন রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও কেউ যদি রাত্রিযাপন করতে চান তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে কৈখালি হজ টাওয়ার এবং পার্ক সার্কাস হজ হাউসে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ১০০ টাকায় কলকাতায় রাত্রি যাপনের ব্যবস্থা হজ কমিটির

আপডেট : ২১ জুন ২০২১, সোমবার

আবদুল ওদুদঃ সারা বছরই শহর কলকাতায় আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ। কেউ আসেন চিকিৎসা করাতে– আবার কেউ আসেন চাকরীর পরীক্ষা দিতে– আবার কেউ আসেন ব্যবসায়িক কারনে। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা  যায়– যারা চিকিৎসা সংক্রান্ত কিংবা চাকরীর পরীক্ষা দিতে আসেন তারা কলকাতায় রাত্রি যাপন নিয়ে নানান সমস্যার সম্মুখীন হন। যারা এই ধরণের সমস্যার মধ্যে পড়েন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি।

রাজ্য হজ কমিটি মাত্র ১০০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করেছে। রাজ্য হজ কমিটির কৈখালি  হজ টাওয়ার এবং পার্ক সার্কাস হজ হাউসে থাকার জন্য এই ব্যবস্থা করেছে হজ কমিটি।

রাজ্য হজ কমিটি সূত্রে জানা গেছে– যারা রাজ্য হজ কমিটির এই সুবিধা গ্রহন করতে ইচ্ছুক তারা হোয়াটস অ্যাপ কিংবা ই-মেইলে  আগে আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে তাদের থাকার বিষয়টি  বিবেচনা করা হবে। তবে কোন আবেদনকারিকে  টানা থাকতে দেওয়া হবে না। সর্বোচ্চ থাকতে পারবেন ২–৩ অথবা ৪দিন। আবেদনকারীরা কি কাজে কলকাতায় আসছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্য হজ কমিটিকে পাঠাতে হবে। তবেই আবেদনকারীকে থাকার অনুমতি দেবে রাজ্য হজ কমিটি।

এছাড়াও কেবলমাত্র পুরুষ নয়– মহিলারা থাকতে পারবেন। তাদের জন্য সম্পূর্ণ আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। ভিন্ন রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও কেউ যদি রাত্রিযাপন করতে চান তাদেরও থাকার ব্যবস্থা রয়েছে কৈখালি হজ টাওয়ার এবং পার্ক সার্কাস হজ হাউসে।