০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৩০, আহত ৮০

সুস্মিতা
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে ৮০ জনের বেশি যাত্রী। রবিবার দক্ষিণ পাকিস্তানে হাভেলিয়ানগামী “হাজারা এক্সপ্রেস” এ দুঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, সিন্ধু প্রদেশের শাহজাদপুর এবং নবাবশাহের মধ্যে অবস্থিত সরহারি রেল স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

 

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেন, “কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি কেউ বলছে দশটি লাইনচ্যুত হয়েছে। অনির্দিষ্ট সংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি।”

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

 

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে স্টেশনের কাছে ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে উদ্ধারকর্মী ও পুলিশ লাইনচ্যুত বগি থেকে লোকজনকে বের করার চেষ্টা করছে। স্থানীয়রাও আহতদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের নির্দেশে সেনা উদ্ধার কাজ শুরু করেছে।

 

পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেছেন, অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়েছে। ব্রেক লাগাতে দেরি হওয়ায় দুর্ঘটনার তীব্রতা বেড়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলি ভারী মেশিন ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যে রেলট্র্যাক থেকে তোলা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ৩০, আহত ৮০

আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে ৮০ জনের বেশি যাত্রী। রবিবার দক্ষিণ পাকিস্তানে হাভেলিয়ানগামী “হাজারা এক্সপ্রেস” এ দুঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, সিন্ধু প্রদেশের শাহজাদপুর এবং নবাবশাহের মধ্যে অবস্থিত সরহারি রেল স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।

 

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) মহসিন সিয়াল বলেন, “কেউ বলছেন পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি কেউ বলছে দশটি লাইনচ্যুত হয়েছে। অনির্দিষ্ট সংখ্যক বগি লাইনচ্যুত হয়েছে। আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি।”

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

 

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে স্টেশনের কাছে ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে উদ্ধারকর্মী ও পুলিশ লাইনচ্যুত বগি থেকে লোকজনকে বের করার চেষ্টা করছে। স্থানীয়রাও আহতদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের নির্দেশে সেনা উদ্ধার কাজ শুরু করেছে।

 

পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র বলেছেন, অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়েছে। ব্রেক লাগাতে দেরি হওয়ায় দুর্ঘটনার তীব্রতা বেড়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলি ভারী মেশিন ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যে রেলট্র্যাক থেকে তোলা হবে।