০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের শিশুকন্যার আর্তনাদে সাড়া দিল ভারত

সামিমা এহসানা
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
  • / 11

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘আমরা নাও জিততে পারি, কিন্তু ওরা যেন হারে’ এই প্রার্থনা আর দোয়া কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই সীমান্তের দুপারে বিনিময় হয় গোটা বছর।  ভারত পাকিস্তানের বৈরিতা নিয়ে নতুন কিছু বলার থাকতে পারে না। ব্যাট-বলের দ্বন্দ্ব নিয়ে সারাবছর চলে অম্লমধুর সম্পর্ক। কিন্তু আড়াই বছরের ছোট্টো আমিরা যেন ভুলিয়ে দিল দু’দেশর দ্বন্দ্ব। পাকিস্তানের ডাকে সাড়া দিল ভারত।

করাচির ধারাভাষ্যকার সিকান্দার বখত্ এর কন্যা আমিরা সিকান্দারের মিউকোপলিস্যাকারিডোসিস টাইপ ১ নামের বিরল অসুখে আক্রান্ত। বেঙ্গালুরুর একটি হাসপাতালে আমিরার অস্থিমজ্জা প্রতিস্থাপন করলেন ভারতের চিকিৎসকরা। জিনঘটিত এই অসুখের চিকিৎসার খরচ যেমন বেশি তেমনি অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হয় রোগীকে। সেক্ষেত্রে আমিরাকেও ভারতে থাকতে হবে অনেকদিন।

আমিরার বাবা সিকান্দারের অস্থিমজ্জা নিয়ে আমিরার শরীরে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। এই বিরল অসুখে চোখ ও মস্তিস্কের ক্ষতির পাশাপাশি জিভ বড় হয়ে যায় আক্রান্তের। ভোকাল কর্ড বড় হয়ে গিয়ে কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া; শ্বাসনালীর সরু হয়ে যাওয়া এবং স্লিপ অ্যাপনিয়ার মত সমস্যা দেখা দেয়। আপাতত সুস্থ পাকিস্তানের শিশুকন্যা আমিরা। ভারতের উষ্ণ অভ্যর্থনা ও চিকিৎসা পরিষেবায় খুশি আমিরার পরিবার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের শিশুকন্যার আর্তনাদে সাড়া দিল ভারত

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘আমরা নাও জিততে পারি, কিন্তু ওরা যেন হারে’ এই প্রার্থনা আর দোয়া কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই সীমান্তের দুপারে বিনিময় হয় গোটা বছর।  ভারত পাকিস্তানের বৈরিতা নিয়ে নতুন কিছু বলার থাকতে পারে না। ব্যাট-বলের দ্বন্দ্ব নিয়ে সারাবছর চলে অম্লমধুর সম্পর্ক। কিন্তু আড়াই বছরের ছোট্টো আমিরা যেন ভুলিয়ে দিল দু’দেশর দ্বন্দ্ব। পাকিস্তানের ডাকে সাড়া দিল ভারত।

করাচির ধারাভাষ্যকার সিকান্দার বখত্ এর কন্যা আমিরা সিকান্দারের মিউকোপলিস্যাকারিডোসিস টাইপ ১ নামের বিরল অসুখে আক্রান্ত। বেঙ্গালুরুর একটি হাসপাতালে আমিরার অস্থিমজ্জা প্রতিস্থাপন করলেন ভারতের চিকিৎসকরা। জিনঘটিত এই অসুখের চিকিৎসার খরচ যেমন বেশি তেমনি অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হয় রোগীকে। সেক্ষেত্রে আমিরাকেও ভারতে থাকতে হবে অনেকদিন।

আমিরার বাবা সিকান্দারের অস্থিমজ্জা নিয়ে আমিরার শরীরে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। এই বিরল অসুখে চোখ ও মস্তিস্কের ক্ষতির পাশাপাশি জিভ বড় হয়ে যায় আক্রান্তের। ভোকাল কর্ড বড় হয়ে গিয়ে কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া; শ্বাসনালীর সরু হয়ে যাওয়া এবং স্লিপ অ্যাপনিয়ার মত সমস্যা দেখা দেয়। আপাতত সুস্থ পাকিস্তানের শিশুকন্যা আমিরা। ভারতের উষ্ণ অভ্যর্থনা ও চিকিৎসা পরিষেবায় খুশি আমিরার পরিবার।