ফিলিস্তিন ইস্যুতে কনফারেন্স বাতিল করল ফ্রান্স, বির্তক

- আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
- / 14
প্যারিস, ১৮ এপ্রিল: ফিলিস্তিন ইস্যুতে কনফারেন্স বাতিল করল ফ্রান্স। আগামীকাল ফিলিস্তিন ইস্যুতে কনফারেন্স হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল করল ফ্রান্সের লিল বিশ্ববিদ্যালয়। ইসরাইল-ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ্য করে অনুষ্ঠান বাতিল করেছে বিশ্ববিদ্যালয়টি। যা নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলে ইরানের বিমান হামলার পর আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনার কারণে আগামীকালের কনফারেন্স বাতিল করা হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের বিরোধী দলের নেতা জিন লুক মেলেনচন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কনফারেন্স হওয়ার কথা তা বাতিল করা ঠিক হয়নি। কর্তৃপক্ষের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’ পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতারকে দমন করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলএফআই দলের নেতা।
যারা নেতানিয়াহু সরকারকে নিঃশর্তভাবে সমর্থন করেন তাদের কাছে এই কনফারেন্স চিন্তার। যে কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনফারেন্স বাতিল করেছে বলে মত এলএফআই দলের নেতাদের। তারা জানিয়েছে, সম্মেলন লিলি শহরেই অনুষ্ঠিত হবে। এলএফআই দলের নেতৃত্বরা বিকল্প জায়গায় কনফারেন্স করার পরিকল্পনা করছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের প্রার্থী রিমা হাসানের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ফ্রান্স প্রথম থেকেই ইসরাইলের পক্ষে সমর্থন জানিয়ে আসছে। ফলে ইসরাইলের বিরুদ্ধে কোনও সম্মেলন হোক, চাইছে না ফ্রান্স। যে কারণেই এই সম্মেলন বাতিল করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।