০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিস টু মক্কা: সাইকেলে করে হজে যাচ্ছেন নাবিল

প্যারিস: প্রাচীনকালে হজযাত্রাকে ব্যবহার করা হতো বিভিন্ন বার্তা পৌঁছানোর কাজে। সেই পথ অনুসরণ করেই এবার জলবায়ু সংকট সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছেন গবেষক নাবিল আল-নাসিরি। পবিত্র হজযাত্রায় সবার মধ্যে এ বিষয়ক বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। ৪১ বছর বয়সী নাবিল আল-নাসিরি জলবায়ু সংকট নিয়ে গবেষণা করেন। জলবায়ু সংকটের সমাধান খুঁজতে ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে জনসচেতনতা তৈরিতে কাজ করেন এই ফ্রেঞ্চ মুসসিম। এবার হজযাত্রার মধ্য দিয়ে গোটা বিশ্বে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এ লক্ষ্যে গত ২২ এপ্রিল সাইকেলে করে ফ্রান্সের প্যারিস শহর থেকে মক্কার উদ্দেশে হজযাত্রা শুরু করেন তিনি। মরোক্কান বংশোদ্ভূত নাবিলকে মক্কায় পৌঁছতে ১৩টি দেশের ওপর দিয়ে পাঁচ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। হজযাত্রায় ইস্তান্বুল পৌঁছে আল-নাসিরি বলেন, ‘দুটি কারণে আমি এই যাত্রা করছি। প্রথমত ধর্মীয় অনুশীলনে নতুন পথ অনুসন্ধানের মাধ্যমে ভ্রমণের মর্ম বোঝা। দ্বিতীয়ত, আমাদের পূর্বসূরীরা হেঁটে বা ঘোড়ায় চড়ে সব ঝুঁকি মাথায় নিয়ে হজে যেতেন। তাদের প্রতি সম্মান জানানো এ যাত্রার উদ্দেশ্য।’ একই সঙ্গে দীর্ঘ হজভ্রমণে তিনি জলবায়ু ইস্যু নিয়ে গণসচেতনতা তৈরির চেষ্টা করছেন, যাতে মুসলিমরা এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দেয়। তাঁর আশা, ‘আল্লাহ আমাদের আমানত হিসেবে যে সৃষ্টিজগৎ দিয়েছেন তা সংরক্ষণ করতে সব মুসলিম অংশ নেবে।’ আল-নাসিরি বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমার কাছে মক্কার চেয়ে অধিক পবিত্র ও সুন্দর আর কোনও স্থান নেই। মক্কার উদ্দেশে ভ্রমণের চেয়ে অন্য কোনও ভ্রমণ আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।’ ২২ এপ্রিল প্যারিস থেকে যাত্রা শুরুর পর ২৩ মে তিনি তুরস্কে প্রবেশ করেন। এর আগে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশ অতিক্রম করেন। তুরস্ক থেকে জর্ডান হয়ে সউদি আরবে প্রবেশ করে হজ পালন করবেন তিনি।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্যারিস টু মক্কা: সাইকেলে করে হজে যাচ্ছেন নাবিল

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

প্যারিস: প্রাচীনকালে হজযাত্রাকে ব্যবহার করা হতো বিভিন্ন বার্তা পৌঁছানোর কাজে। সেই পথ অনুসরণ করেই এবার জলবায়ু সংকট সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছেন গবেষক নাবিল আল-নাসিরি। পবিত্র হজযাত্রায় সবার মধ্যে এ বিষয়ক বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। ৪১ বছর বয়সী নাবিল আল-নাসিরি জলবায়ু সংকট নিয়ে গবেষণা করেন। জলবায়ু সংকটের সমাধান খুঁজতে ও পৃথিবীকে বাসযোগ্য রাখতে জনসচেতনতা তৈরিতে কাজ করেন এই ফ্রেঞ্চ মুসসিম। এবার হজযাত্রার মধ্য দিয়ে গোটা বিশ্বে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এ লক্ষ্যে গত ২২ এপ্রিল সাইকেলে করে ফ্রান্সের প্যারিস শহর থেকে মক্কার উদ্দেশে হজযাত্রা শুরু করেন তিনি। মরোক্কান বংশোদ্ভূত নাবিলকে মক্কায় পৌঁছতে ১৩টি দেশের ওপর দিয়ে পাঁচ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। হজযাত্রায় ইস্তান্বুল পৌঁছে আল-নাসিরি বলেন, ‘দুটি কারণে আমি এই যাত্রা করছি। প্রথমত ধর্মীয় অনুশীলনে নতুন পথ অনুসন্ধানের মাধ্যমে ভ্রমণের মর্ম বোঝা। দ্বিতীয়ত, আমাদের পূর্বসূরীরা হেঁটে বা ঘোড়ায় চড়ে সব ঝুঁকি মাথায় নিয়ে হজে যেতেন। তাদের প্রতি সম্মান জানানো এ যাত্রার উদ্দেশ্য।’ একই সঙ্গে দীর্ঘ হজভ্রমণে তিনি জলবায়ু ইস্যু নিয়ে গণসচেতনতা তৈরির চেষ্টা করছেন, যাতে মুসলিমরা এ বিষয়ে আরও বেশি গুরুত্ব দেয়। তাঁর আশা, ‘আল্লাহ আমাদের আমানত হিসেবে যে সৃষ্টিজগৎ দিয়েছেন তা সংরক্ষণ করতে সব মুসলিম অংশ নেবে।’ আল-নাসিরি বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমার কাছে মক্কার চেয়ে অধিক পবিত্র ও সুন্দর আর কোনও স্থান নেই। মক্কার উদ্দেশে ভ্রমণের চেয়ে অন্য কোনও ভ্রমণ আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।’ ২২ এপ্রিল প্যারিস থেকে যাত্রা শুরুর পর ২৩ মে তিনি তুরস্কে প্রবেশ করেন। এর আগে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশ অতিক্রম করেন। তুরস্ক থেকে জর্ডান হয়ে সউদি আরবে প্রবেশ করে হজ পালন করবেন তিনি।