২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ইউপির রাস্তায় পেল্লাই সাইজের কুমির, ভাইরাল ভিডিয়ো

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: এক পেল্লাই আকারের কুমির গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে লোকালয়ে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের নারাউড়া এলাকায় রাস্তায় রেলিংয়ের ধার ধরে বহাল তবিয়তে নড়েচড়ে একেঁবেঁকে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি কুমিরকে। আকার আয়তনে প্রায় ১০ ফুট। হঠাৎ করে এত বড় কুমির দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বনদফতরকে খবর দেওয়া হয়। পুলিশ এবং বন বিভাগের দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, কুমিরটিকে উদ্ধার করে।
বুলন্দশহরের নারাউরা এলাকার গঙ্গার ঘাটের খাল থেকে কোনওভাবে কুমিরটি লোকালয়ে ঢুকে পড়ে বলে বনদফতরের ধারণা। উদ্ধার অভিযানের ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
Tag :