০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাকি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে শীঘ্রই: শিক্ষামন্ত্রী

মারুফা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 310

পুবের কলম ওয়েবডেস্ক : রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে ২৮ আগস্টের মধ্যেই। স্থায়ী উপাচার্য নিয়োগ হলে আর কোনও বিশ্ববিদ্যালয়ে আর কোনও অন্তর্র্বতী উপাচার্য থাকবেন না। ২৮ আগস্টের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে বৃহস্পতিবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস। ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও রয়েছে। পরীক্ষা কী ভাবে হবে, সেই প্রশ্নের উত্তরে ব্রাত্য জানান, ২৮ আগস্টের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন।

আরও পড়ুন: সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্র্বতী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছিলেন, ২৮ আগস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থাকলেও পরীক্ষা পিছোনো হবে না। তাঁর সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে মতভেদ হওয়ায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয়উমেশ ললিত কমিটিকে ভার দেওয়া হয় উপাচার্য নির্বাচনের। ১৯ থেকে ২১ আগস্ট উপাচার্য পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেবে ওই কমিটি।

আরও পড়ুন: ধর্মান্তরণ বিরোধী আইন, ৫ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

এই সাক্ষাৎকার পর্বের কারণ ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মুখ্যমন্ত্রীর পাঠানো ক্রমতালিকায় প্রথম স্থানে থাকা নামে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল। সাতটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠানো তালিকার দ্বিতীয় স্থান ও আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় স্থানে থাকা নামগুলিকে উপাচার্যপদে উপযুক্ত বলে মনে করেছিলেন আচার্য। অপর দিকে এই তালিকায় নতুন নাম দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। এই বিরোধ মেটাতেই অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের কমিটির উপর আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court

উল্লেখ্য, এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সল্টলেকের বিদ্যাসাগর ভবনে ৫০ বছর পূর্তি উদযাপন হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, প্রিয়দর্শনী মল্লিক, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কমরুদ্দিন সহ সংসদের সদস্য সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন শিক্ষামন্ত্রী সংসদের ‘বুকমার্ট’ এর উদ্বোধন করেন। সেই সঙ্গে একটি স্টুডিও এবং সেমিনার হলের উদ্বোধন করেন। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকের সিলেবাস ও পরীক্ষা সংক্রান্ত নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাকি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে শীঘ্রই: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হবে ২৮ আগস্টের মধ্যেই। স্থায়ী উপাচার্য নিয়োগ হলে আর কোনও বিশ্ববিদ্যালয়ে আর কোনও অন্তর্র্বতী উপাচার্য থাকবেন না। ২৮ আগস্টের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে বৃহস্পতিবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস। ওই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও রয়েছে। পরীক্ষা কী ভাবে হবে, সেই প্রশ্নের উত্তরে ব্রাত্য জানান, ২৮ আগস্টের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য চলে আসবেন।

আরও পড়ুন: সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্র্বতী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছিলেন, ২৮ আগস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থাকলেও পরীক্ষা পিছোনো হবে না। তাঁর সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে মতভেদ হওয়ায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয়উমেশ ললিত কমিটিকে ভার দেওয়া হয় উপাচার্য নির্বাচনের। ১৯ থেকে ২১ আগস্ট উপাচার্য পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেবে ওই কমিটি।

আরও পড়ুন: ধর্মান্তরণ বিরোধী আইন, ৫ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

এই সাক্ষাৎকার পর্বের কারণ ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মুখ্যমন্ত্রীর পাঠানো ক্রমতালিকায় প্রথম স্থানে থাকা নামে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল। সাতটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠানো তালিকার দ্বিতীয় স্থান ও আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় স্থানে থাকা নামগুলিকে উপাচার্যপদে উপযুক্ত বলে মনে করেছিলেন আচার্য। অপর দিকে এই তালিকায় নতুন নাম দেওয়ার ক্ষেত্রে আপত্তি ছিল মুখ্যমন্ত্রীর। এই বিরোধ মেটাতেই অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের কমিটির উপর আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court

উল্লেখ্য, এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সল্টলেকের বিদ্যাসাগর ভবনে ৫০ বছর পূর্তি উদযাপন হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, প্রিয়দর্শনী মল্লিক, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কমরুদ্দিন সহ সংসদের সদস্য সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন শিক্ষামন্ত্রী সংসদের ‘বুকমার্ট’ এর উদ্বোধন করেন। সেই সঙ্গে একটি স্টুডিও এবং সেমিনার হলের উদ্বোধন করেন। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকের সিলেবাস ও পরীক্ষা সংক্রান্ত নানা কর্মকান্ডের কথা তুলে ধরেন।