০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনে আটকে গেল পিকআপ ভ্যান, বড়ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন যাত্রীরা সোনারপুরে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 30

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : ফের ব্যাহত ট্রেন চলাচল। রেললাইন পারাপার করতে গিয়ে ট্র্যাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশন লাগোয়া গণশক্তি মোড়। এই ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা এসে গাড়িটিকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ক্রসিং বিহীন জায়গা দিয়ে ওই পিকআপ ভ্যান রেললাইন পারাপার করছিল। ট্র্যাকের উপর উঠতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল আসছিল। সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির চালক। বেগতিক বুঝে ট্র্যাকের উপর গাড়ি ফেলে তিনি পালিয়ে যান।ভিড়ে ঠাসা ট্রেনের চালক গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষলেও সঙ্গে সঙ্গে তা থেমে যায়নি। পিকআপ ভ্যানে ধাক্কা মারে। তবে গতি কম থাকায় জোরে ধাক্কা দেয়নি ট্রেনটি। ধাক্কা মেরে ওখানেই দাঁড়িয়ে যায় লোকালটি। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ায় ক্যানিং লোকাল।

আর এই দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। দীর্ঘসময় পর গাড়িটি ট্র্যাকের উপর থেকে সরানো সম্ভব হয়। তবে চালকের হদিশ এখনও মেলেনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রেললাইনে আটকে গেল পিকআপ ভ্যান, বড়ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন যাত্রীরা সোনারপুরে

আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : ফের ব্যাহত ট্রেন চলাচল। রেললাইন পারাপার করতে গিয়ে ট্র্যাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধরপুর স্টেশন লাগোয়া গণশক্তি মোড়। এই ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা এসে গাড়িটিকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ক্রসিং বিহীন জায়গা দিয়ে ওই পিকআপ ভ্যান রেললাইন পারাপার করছিল। ট্র্যাকের উপর উঠতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল আসছিল। সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির চালক। বেগতিক বুঝে ট্র্যাকের উপর গাড়ি ফেলে তিনি পালিয়ে যান।ভিড়ে ঠাসা ট্রেনের চালক গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষলেও সঙ্গে সঙ্গে তা থেমে যায়নি। পিকআপ ভ্যানে ধাক্কা মারে। তবে গতি কম থাকায় জোরে ধাক্কা দেয়নি ট্রেনটি। ধাক্কা মেরে ওখানেই দাঁড়িয়ে যায় লোকালটি। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ায় ক্যানিং লোকাল।

আর এই দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। দীর্ঘসময় পর গাড়িটি ট্র্যাকের উপর থেকে সরানো সম্ভব হয়। তবে চালকের হদিশ এখনও মেলেনি।