দু’দিনের মলদ্বীপ সফরে মোদি

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 14
পুবের কলম, ওয়েব ডেস্ক: দু’দিনের মলদ্বীপ সফরে মোদি। রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে তিনি মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে অতিথি হিসেবে যোগ দেন তিনি। শুক্রবার দেশটির রাজধানী মালের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু।
জানা গেছে, দুদিনের এই সফরে মলদ্বীপের প্রেসিডেন্ট-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। শুক্রবার মলদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। ২১টি তোপধ্বনির মাধ্যমে সম্মানিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সঙ্গে ছিলেন মুইজ্জুও।
* প্রতিরক্ষাক্ষেত্রে মলদ্বীপকে সমস্তরকম সহযোগিতা করবে ভারত। প্রায় ৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। শুক্রবার মোদি-মুইজ্জু বৈঠকের পর এমনটাই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
* এদিনের বৈঠকে ভারত ও মলদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
* মলদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হাইকোলহু’ উপহার দিয়েছে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী।
* বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে এই সফর ভারত এবং মলদ্বীপের মধ্যে ৬০ বছরের কূটনৈতিক সম্পর্কের স্মারক।
* প্রধানমন্ত্রী মোদিকে MNDF কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।